বুধবার টিটোয়েন্টি বিশ্বকাপ (T20 world cup) এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত (India) ও বাংলাদেশ (Bangladesh)। এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভার শেষ ১৮৪ রান তোলা ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৪৫ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। যেহেতু ম্যাচ চলাকালীন হটাৎই বৃষ্টি নেমে যায়, তাই নেট রান রেটের বিচারে ভারত (India) এই ম্যাচ পাঁচ রানে জিতে নেই।
Once again the same umpire gave the no ball on the request of Virat Kohli, it means the umpire is afraid of the Indian player.#T20WorldCup#INDvsBAN pic.twitter.com/PzMIwcdmvW
— M Yahya farooqi Brohi (@myahyafarooqi) November 2, 2022
এই ম্যাচ জিতে ভারত (India) সেমিফাইনালের দিকে আরও কিছু এগিয়ে গেল। অপরদিকে এই ম্যাচ হেরে সেমিফাইনালে আসা প্রায় শেষ হয়ে গেল বাংলাদেশের (Bangladesh)। আর এই ম্যাচের পরেই শুরু হয়েছে বড় বিতর্ক। ম্যাচের একটি নো বল দেওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনা শুরু হয়েছে বিরাট কোহলির (Virat kohli)।
এই ম্যাচের ১৬ তম ওভারে বল করতে আসেন বাংলাদেশের হাসান মাহমুদ। সেই সময় ক্রিজে ব্যাট করছিলেন বিরাট কোহলি। বিরাট কোহলিকে তিনি প্রথমে একটি বাউন্স করেন। সেই বল আম্পায়ার ফাস্ট বাউন্স এর নির্দেশ দেন। তারপরের বলে ফের একটি বাউন্সার করেন বিরাট কোহলিকে (Virat kohli)। সেটি বিরাট কোহলি মাথার উপরে থাকায় বিরাট নো বলের দাবি জানাতে থাকে। আর তারপরই আম্পায়ার সেটিকে নো বল ঘোষণা করেন। সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
এই নো বল নিয়ে সোশ্যাল মিডিয়ায় আম্পায়ার এবং বিরাট কোহলির সমালোচনা করতে শুরু করেন পাকিস্তানি ক্রিকেট ভক্তরা। ভারত এবং জিম্বাবুয়ের কাছে হেরে ইতিমধ্যে সেমিফাইনালে ওঠার আসা শেষ হয়ে গেছে পাকিস্থানের। তাই তারা সুযোগ পেয়েই বিরাট কোহলিকে আক্রমন করতে শুরু করেন।
Now I'm damn sure that virat kohli has got some videos of Marias 'no ball' Erasmus or
He is going to get a huge contract in IPL,this year pic.twitter.com/Ta717wsg50— Em Bee (@wagonR1328) November 2, 2022
এক পাকিস্তানি ভক্ত সোশ্যাল মিডিয়ায় টুইট করে লিখেছেন, ” বিরাট কোহলির দাবির পর নো বল দেওয়া হল। এটাই স্পষ্ট যে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আম্পায়ারদের যোগাযোগ রয়েছে।”
আরেক পাকিস্তানি ভক্ত লিখেছেন, “আইপিএলে বড় চুক্তির লোভে ভারতীয় ক্রিকেটারদের চটাতে চাইছে না আম্পায়ার। আর সেই কারণেই নো বল দেওয়া হল।”