বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় ভারতকে খোঁচা দিয়ে টুইট করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত (India)। আর সেই ম্যাচ হারার পরই কার্যত বিশ্বকাপ থেকে বিদায় এর ঘন্টা বেজে গিয়েছিল ভারতের (India)। সেই ম্যাচ হারার কারণে সেই সময় ভারতকে নিয়ে ব্যাপক ট্রোল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভারতের সমালোচনা করেছিলেন পাকিস্তানের ক্রিকেটার থেকে শুরু করে নেতা মন্ত্রী সকলেই।

 

আজ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। আর এই ম্যাচে ইংল্যান্ড এর কাছে ১০ উইকেট হেরে গিয়ে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেল রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। আর তারপরই ভারতীয় দলকে খোঁচা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)।

ইংল্যান্ডের কাছে হেরে ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই গত বছর পাকিস্তান কাছে ভারতের হার প্রসঙ্গ টেনে এনে ভারতকে নিয়ে মস্করা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতের হার প্রসঙ্গে টুইট করে শাহবাজ শরিফ লিখেছেন, ‘‘তা হলে এই রবিবার ১৫২/০ বনাম ১৭০/০।’’ সেই সঙ্গে ইংল্যান্ড এবং পাকিস্তানের পতাকা জুড়ে দিয়েছেন তিনি।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে দশ উইকেটে হেরে গিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে বিরাট কোহলির দুর্দান্ত ইনিংসে ভর করে ১৫১ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল পাকিস্তান। আর আজকের ম্যাচে ফলাফল সেই একই। আজকের ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ইংল্যান্ডের সামনে ১৬৯ রানের টার্গেট সেট করে। কোন উইকেট না হারিয়েই জস বাটলার এবং এলেক্স হেলসের ব্যাটে ভর করে ভারতকে হারিয়ে দেয় ইংল্যান্ড।

এই দুই ম্যাচের প্রসঙ্গে তুলে এনেছেন ভারতকে খোঁচা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আগামী রবিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান এবং ইংল্যান্ড।