কয়েক দিন ধরেই জল্পনা চলছিল অবশেষে সেটাই সত্যি হল। বিশ্বকাপে ভারত (India) বনাম পাকিস্তান (Pakistan) ম্যাচের দিনক্ষণ বদলে গেল। শুধু ভারত বনাম পাকিস্তানই নয়, সেই সঙ্গে বিশ্বকাপের আরও ন’টি ম্যাচের দিনক্ষণ পরিবর্তন করল বিসিসিআই (BCCI)। কয়েক সপ্তাহ আগেই বিসিসিআই এর তরফে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল ১৫ অক্টোবর গুজরাটের আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। সেই দিন বদলে ১৪ ই অক্টোবর হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ।
Nine changes have been made to the #CWC23 schedule.
Details ⬇️https://t.co/0SMibKldbX
— ICC (@ICC) August 10, 2023
ভারত পাকিস্তান ছাড়াও বদলে গিয়েছে ভারত নেদারল্যান্ড ম্যাচের সূচি। প্রথমে জানা গিয়েছিল ১১ই নভেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ভারত নেদারল্যান্ড ম্যাচ কিন্তু সেই দিন পরিবর্তিত হয়ে ১২ ই অক্টোবর বেঙ্গালুরুতে দুপুর দুটো থেকে শুরু হবে ভারত নেদারল্যান্ড ম্যাচ।
১২ ই নভেম্বর ইডেনে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু সেই দিন কালীপুজো থাকায় নিরাপত্তার সমস্যা দেখা দিতে পারে সেই কারণেই ম্যাচের দিন পরিবর্তন করার অনুরোধ জানিয়েছিল সিএবি। সিএবির অনুরোধ মেনে সেই ম্যাচ ১১ ই নভেম্বর আয়োজিত করতে চলেছে বিসিসিআই।
আগের সূচি অনুযায়ী শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল ১২ অক্টোবর। সেই ম্যাচে হবে ১০ অক্টোবর।
১৩ অক্টোবর ছিল অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। লখনউয়ে সেই ম্যাচ হবে ১২ অক্টোবর।
Updated fixtures have been revealed for #CWC23 👀
Details 👉 https://t.co/P8w6jZmVk5 pic.twitter.com/u5PIJuEvDl
— ICC (@ICC) August 9, 2023
১৪ অক্টোবর ছিল নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ। ১৩ অক্টোবর চেন্নাইয়ে মুখোমুখি হবে নিউজিল্যান্ড- বাংলাদেশ।
১৪ ই অক্টোবর এর পরিবর্তে ১৫ ই অক্টোবর করা হয়েছে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচের দিন।
১২ ই নভেম্বর এর পরিবর্তে ১১ই নভেম্বর পুনেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ।