ICC র‌্যাঙ্কিংয়ে চিতার লাফ ভারতীয় ক্রিকেটার, বাবর আজমকে পিছনে ফেললেন এই ব্যাটসম্যান তারকা

2022 সাল ভারতীয় ক্রিকেটের টি-টোয়ন্টি মোটেও ভালো যায়নি। কোন বড় মঞ্চের আসর থেকে আগেভাগেই বিদায় নিয়েছে রোহিত বাহিনী। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ হারের পর t-20 ক্রিকেটকে বেশিরভাগই নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। তবে বেশকিছু ভারতীয় খেলোয়াড়ের পারফরমেন্স অসাধারণ যা ICC রাঙ্কিংয়ে (ICC t20 Ranking) প্রভাব ফেলেছে। ICC রাঙ্কিংয়ের সূর্য কুমারের কোন ক্ষতি হয়নি, কিন্তু লাভবান হয়েছেন ঈশান কিষান। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে পিছনে ফেলেছে এক নিউজিল্যান্ড তারকা।

 

ঈশান কিষানের পদন্নতি:-

আইসিসি রাঙ্কিংয়ে চিতার লাফ ঈশান কিষান। বৃহস্পতিবার প্রকাশিত T-২০ ব্যাটসম্যানদের নিয়ে সর্বশেষ ICC রাঙ্কিংয়ে ভারতীয় ওপেনার ঈশান কিষান (Ishan kishan) ১০ ধাপ লাফিয়ে ২৩তম স্থানে পৌঁছেছে। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ঈশান কিষান কতটা বিস্ফোরক তা সকলেরই জানা। যে দিন তিনি ছন্দে থাকেন এক হাতেই বিপক্ষের চাপ বাড়িয়ে দেন। অন্যদিকে দীপক হুদ্দা রাঙ্কিংয়ে শীর্ষ ১০০ এর মধ্যে অনুপ্রবেশ করেছে। শ্রীলংকার বিরুদ্ধে দীপক হুদ্দার অপরাজিত ৪১ রান তাকে ৪০ ধাপ উপরে তুলে ৯৭তম স্থানে নিয়ে এসেছে।

Ishan kishan

সূর্য কুমার যাদবের কোন ক্ষতি হয়নি:-

২০২২ সাল থেকেই ভারতীয় মিডিল অর্ডার তরুণ ব্যাটসম্যান সূর্য কুমার যাদব (Suryakumar Yadav) দারুন ছন্দে রয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় করে পাক তারকা মোহাম্মদ রিজওয়ান এবং বাবার আজমকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছিল। আজও এই ভারতীয় ব্যাটসম্যান ৮৮৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৮৩৬ রেটিং পয়েন্ট নিয়ে পাক তারকা মোহাম্মদ রিজওয়ান। যিনি এখন দ্বিতীয় স্থানে রয়েছেন।

Devon Conway

বাবরকে পিছনে ফেলেছেন নিউজিল্যান্ড তারকা :-

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) বহুদিন ধরে তৃতীয় স্থান দখল করে থাকলেও এবার তাকে পিছনে ফেলেছেন নিউজিল্যান্ড তারকা ব্যাটসম্যান ডেভন কনওয়ে (Devon Conway)। কনওয়ে ৭৮৮ রেটিং পয়েন্ট নিয়ে যথাযত তৃতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে, পাক তারকা বাবর আজম ৭৭৮ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। বাবর আজমের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৭৪৮ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সাউথ আফ্রিকার অ্যাডেন মার্করম।