রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 world cup) অভিযান শুরু করেছে ভারত (India)। প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তান কে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে রোহিত (Rohit sharma) শর্মার নেতৃত্বধীন টিম ইন্ডিয়া। এবার ভারতের দ্বিতীয় খেলা নেদারল্যান্ডের বিরুদ্ধে, আগামী বৃহস্পতিবার।
এবার বিশ্বকাপের জন্য যে ভারতীয় দল নির্বাচিত হয়েছে সেই দল অত্যন্ত শক্তিশালী। দলে যে ১৫ জন ক্রিকেটার রয়েছেন তারা সকলেই দুর্দান্ত ছন্দে রয়েছেন। এমন পরিস্থিতিতে কাকে ছেড়ে কাকে খেলাবেন সেই নিয়েই চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে ভারতের চিন্তাধারা দেখে এটাই স্পষ্ট যে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচও হয়তো খেলার সুযোগ পাবেন না এই ক্রিকেটার।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রেয়াস আইআর, সঞ্জু স্যামসন এর থেকেও বেশি গুরুত্ব দিয়ে দলে নেওয়া হয়েছিল দীপক হুডাকে (Deepak hooda)। কারণ তিনি ব্যাটিং এর পাশাপাশি এক, দু ওভার বোলিংও করতে পারেন। তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সুযোগ দেওয়া হয়নি তাকে। এমন পরিস্থিতিতে ভারতের বিশ্বকাপের আগামী ম্যাচ গুলিতেও দীপক হুডার (Deepak hooda) সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম।
শেষ কয়েক মাসে টি-টোয়েন্টি ফরমেটে ভারতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে খেলে আসছিলেন দীপক হুডা। তবে সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতীয় দলের দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। আর তাই বিশ্বকাপের প্লেয়িং ইলেভেনে ভারতের প্রথম পছন্দ হতে চলেছেন এই দুই অলরাউন্ডার। এক্ষেত্রে রিজার্ভ বেঞ্চে বসতে হতে পারে দীপক হুডাকে।
উল্লেখ্য, এখনো পর্যন্ত ভারতীয় জাতীয় দলের ১২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দীপক হুডা করেছেন ২৯৩ রান, গড় ৪১.৮৬।