ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার মিতালী রাজ (Mitali raj)। দীর্ঘ কয়েক বছর ভারতীয় দলের হয়ে খেলে এবং অধিনায়কত্ব করার পর গত বছরের শেষের দিকে তিনি সমস্ত ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ক্রিকেট ছেড়ে দেওয়ার পর বর্তমানে তিনি ধারাভাষ্যকারের সঙ্গে যুক্ত রয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচে প্রথমবার ধারাভাষ্য করতে দেখা যায় ভারতের এই প্রাক্তন মহিলা অধিনায়ক কে। ধারাভাষ্য দেওয়ার সময় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালী রাজ (Mitali raj)। তিনি জানিয়ে দিলেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪ সেমি ফাইনালিস্ট এবং দুই ফাইনালিস্টের নাম।
ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার মিতালী রাজ বলেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যেক দলই ভালো খেলছে। তবে বিশ্বকাপের ফাইনাল খেলার দাবিদার ভারত এবং নিউজিল্যান্ড। অর্থাৎ ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হওয়ার দাবি করলেন মিতালী রাজ।
এছাড়া বিশ্বকাপের চার সেমি ফাইনালিস্ট হিসেবে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে একটি দল উঠবে বলে মনে করেন তিনি। মিতালি রাজ মনে করেন, “দুটি গ্রুপই খুব শক্তিশালী। গ্রুপ 1 থেকে ভালো খেলছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সেই সঙ্গে শ্রীলঙ্কাও এই গ্রুপ থেকে ভালো খেলছে। তবে সেমিফাইনালে ওঠার তীব্র দাবিদার নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে যে কোন একটি দল। অপরটিকে গ্রুপ 2 থেকে ভালো খেলছে ভারত, সাউথ আফ্রিকা। আর এই দুটি দল এই গ্রুপ দুই থেকে সেমিফাইনালে ওঠার দাবিদার। এবারের বিশ্বকাপে ফাইনাল খেলবে ভারত এবং নিউজিল্যান্ড।”
২০০২ সালে ভারতীয় মহিলা দলের জার্সি গায়ে অভিষেক হয় মিতালী রাজের। দীর্ঘ ১৯ বছর ভারতীয় দলের জার্সি গায়ে খেলার পর ২০২১ সালের শেষের দিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন মিতালী রাজ। মিতালী ভারতের হয়ে ১২ টি টেস্ট ম্যাচ খেলে করেছেন ৬৯৯ রান, ২৩২ টি ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৭৮০৫ রান এবং ৮৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ২৩৬৪ রান।