সময় ঘনিয়ে আসছে, আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান! তারপরেই ২২ গজে মুখোমুখি হতে চলেছে বিশ্বের দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান (India and Pakistan)। যেই ম্যাচকে ঘিরে উত্তেজনার কোন শেষ নাই। এই উত্তেজনা মুহুর্তের জন্য দুই দেশের সমর্থকরাও তাকিয়ে আছে ঘড়ির কাঁটার দিকে। এই ম্যাচ ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হলেও বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য রয়েছে সুখবর।
ক্রিকেট খেলা শুধু খেলায় নয় এটা ভক্তদের কাছে একটা আবেগ ও ভালোবাসা। প্রতিটি খেলায় কোন না কোন নিয়ম দ্বারা আবদ্ধ। আর ক্রিকেটে এই নিয়ম ২২ গজে প্রতিফলিত করা হয় আম্পিয়ার দ্বারা। যা একটি খেলাকে পরিচালনা করা হয় ৪ আম্পিয়ার দ্বারা। দুই দেশের সমর্থকরা যেমন খেলার দিকে তাকিয়ে থাকবে তেমনি নজর কাড়বে আম্পিয়ার দের।
হ্যাঁ, ভারত ও পাকিস্তানের এই গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পিয়ারের দায়িত্ব পালন করবেন দুই বাংলাদেশি আম্পায়ার (Bangladesh umpire)। যার মধ্যে একজন হলেন মাসুদুর রহমান মুকুল ও অন্য একজন হলেন গাজী সোহেল। খেলা পরিচালনা করার সময় অন ফিল্ডে থাকেন দু-ই আম্পায়ার এবং অন ফিল্ডে থাকা আম্পিয়ারদের সহযোগিতায় থাকেন থার্ড আম্পিয়ার বা টিভি আম্পিয়ার এবং চতুর্থ আম্পায়ার।
উল্লেখ্যভাবে, ভারত ও পাকিস্তানের এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুই অনফিল্ডে থাকা আম্পিয়ারের মধ্যে একজন থাকবে বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। এবং চতুর্থ অ্যাম্পিয়ারের দায়িত্বে থাকবেন বাংলাদেশের আরএক আম্পেয়ার গাজী সোহেল।
উভয় আম্পিয়ার কটা করে ম্যাচ পরিচালনা করেছেন:-
এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ২৩টি টি-টোয়েন্টি ও ১৭টি ওয়ান ডে ম্যাচ পরিচালনা করেছেন। অন্যদিকে আম্পিয়ার গাজী সোহেল ৪টি টেস্ট ৯টি ওয়ানডে ও ২৮ টি টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।