বিশ্বকাপ জিতে বাঁধভাঙা উল্লাস, কাপ হাতে ড্রেসিংরুমে উদ্দাম নাচ মেসির, ভাইরাল ভিডিও

বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি (Leo Messi)। ক্লাব ফুটবলে দীর্ঘদিন ধরে তার পারফরম্যান্স মুগধ করেছে আপামর ফুটবল প্রেমীদের। এতদিন পর্যন্ত ফুটবলার হিসাবে বিভিন্ন ট্রফি জিতলেও বিশ্বকাপ জেতা হয়নি লিও মেসির। তবে এবার বিশ্বকাপ জয়ীদের তালিকায় নাম লেখালেন লিও মেসি (Leo Messi)।

২০১৪ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেও জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লিও মেসির (Leo Messi)। তবে এবার ২০২২ এ এসে আর স্বপ্নভঙ্গ হতে দিলেন না মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাই ব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জিতে নিল আর্জেন্টিনা (Argentina)।

রবিবার বিশ্বকাপের ফাইনালে প্রথমে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিল লিও মেসি। আর তারপর অনবদ্য গোল করে ব্যবধান বাড়ান ডি মারিয়া। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে খেলায় ফিরতে থাকে ফ্রান্স। কিলিয়ান এমবাপের অদম্য প্রচেষ্টা ফ্রান্সকে সমতায় ফেরায়।

নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ ফলাফলে ড্র হওয়ার কারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিও মেসি। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পথে ফের বাঁধা হয়ে দাঁড়ালেন কিলিয়ান এমবাপে। ফের গোল করে ফ্রান্সকে সমতায় ফেরালেন এমবাপে। ম্যাচ গড়াই টাইব্রেকারে। টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা।

আর এই জয়ের ফলে জীবনের শেষ বিশ্বকাপ খেলতে নেমে বিশ্বকাপ জেতা হয়ে গেল মেসির। আর তাই ম্যাচের পরে নিজের আনন্দ ধরে রাখতে পারলেন না মেসি। ড্রেসিংরুমে গিয়ে টেবিলে উঠে পড়ে কাপ হাতে নাচতে থাকেন তিনি। ভাইরাল হয়েছে সেই ভিডিও।