এই ৩ ম্যাচ উইনার পেলেন না এশিয়া কাপে সুযোগ, মাশুল দিতে হবে টিম ইন্ডিয়াকে

মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ (Asia Cup)। এবারের এশিয়া কাপের আসর বসেছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানে। এই মুহূর্তে ভারতীয় দল আয়ারল্যান্ড সফরে রয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে ভারত (India)। ইতিমধ্যেই প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে ভারত (India)।

সোমবার এশিয়া কাপের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। চোট সরিয়ে দীর্ঘদিন পর ভারতীয় দলে কামব্যাক করলেন শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, যাশপ্রীত বুমরার মতো তারকারা। দল থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটারও। দীর্ঘদিন ধরে ভালো পারফরমেন্স করেও এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেন ভারতের এই তিন ম্যাচ উইনার।

১) যুজবেন্দ্র চাহাল:- এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা স্পিনার যুজবেন্দ্র চাহাল। বেশ কয়েকবার কঠিন পরিস্থিতিতে ভারতীয় দলকে ম্যাচ জিতিয়েছেন চাহাল। ফের একবার এশিয়া কাপের মতো বড় মঞ্চে চাহালকে বঞ্চিত করল বিসিসিআই। ওয়ানডে ফরম্যাটে ৭২ ম্যাচে ১২১ উইকেট নিয়েছেন চাহাল।

২) শিখর ধাওয়ান:- এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন ভারতের বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান। এক সময় রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে ভারতের সেরা জুটি ছিল শিখর ধাওয়ান। বর্তমানে তার বয়স অনেকটাই বেড়ে গিয়েছে এবং তার ফর্মও ধারাবাহিক নয়। সেই কারণে এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে শিখর ধাওয়ানকে।

৩) রবিচন্দ্রন অশ্বিন:- এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও তিনি দলকে ভরসা জোগাতে পারেন কিন্তু এশিয়া কাপে রবিচন্দ্রন অশ্বিনকে দলে নেয়নি বিসিসিআই। অনেকে মনে করছেন ফের একবার বিশ্ব টেস্ট ফাইনালের মতো ভুল করল ভারত।