ইতিমধ্যেই কাতারে শুরু হয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ (Fifa Football World Cup 2022)। এই বিশ্বকাপ ঘিরে শুরু থেকেই ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে ফুটবলপ্রেমী দর্শকদের মধ্যে। এবারের বিশ্বকাপের প্রধান আকর্ষণ বেশ কিছু তারকা ফুটবলার যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cr7), লিওনেল মেসি (Lm10), নেইমার (Neymar) সহ আরও অনেকেই রয়েছেন।
https://www.instagram.com/p/ClOiiebspCE/?igshid=YmMyMTA2M2Y=
এবার কাতার বিশ্বকাপে (Qatar World Cup) অংশ নিয়েছে মোট ৩২ টি দেশ। আর এই ৩২ টি দেশের মোট ৮৩১ জন ফুটবলার বিশ্বকাপের এই লড়াইয়ে সামিল হয়েছে। আর তাদের উৎসাহ দিতে মাঠে হাজির হচ্ছেন ফুটবলারদের সুন্দরী স্ত্রী, বান্ধবীরাও।
আর ফুটবলারদের এই স্ত্রী বান্ধবীরা কাতার বিশ্বকাপের উষ্ণতা আরও কয়েকগুন বাড়িয়ে দিচ্ছে। আসুন ৫ জন তারকা ফুটবলারদের স্ত্রীদের দেখে নেওয়া যাক যারা সৌন্দর্যে টেক্কা দেবে হলিউড অভিনেত্রীদেরও।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো:- এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো তার পায়ের জাদুতে ইতিমধ্যেই সারা বিশ্বের ফুটবল সমর্থকদের মন জিতে নিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রেমিকা স্পেনের নাগরিক জর্জিনা রডরিগেজ ইতিমধ্যেই কাতারে পৌঁছে গিয়েছে। পেশায় মডেল জর্জিনা রডরিগেজের সৌন্দর্যের সামনে তুচ্ছ হয়ে যাবে অনেক হলিউড অভিনেত্রীও।
https://www.instagram.com/p/ClHijOlrouT/?igshid=YmMyMTA2M2Y=
আলভারো মোরাতার:- স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতার ২০১৭ সালে বিয়ে করেন দীর্ঘদিনের প্রেমিকা অ্যালিস ক্যাম্পেলোকে। পেশায় ফ্যাশন ডিজাইনার অ্যালিস ক্যাম্পেলো তার সৌন্দর্যে টেক্কা দেবেন অনেককেই।
https://www.instagram.com/p/Cjff1uNMFCj/?igshid=YmMyMTA2M2Y=
ডুসান ভ্লাহোভিচ:- সার্বিয়ান স্ট্রাইকার ডুসান ভ্লাহোভিচের প্রেমিকা ক্যারোলিন স্ট্রামার নিজের ফুটবলার সঙ্গীর থেকেও বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। এনাকে ‘ইতালির মেগান ফক্স’ও বলা হয়ে থাকে। প্রাক্তন মিস ইতালি ক্যারোলিন স্ট্রামারে মডেলিংয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অনেক জনপ্রিয়।
https://www.instagram.com/tv/Ccv2ktlj_xN/?igshid=YmMyMTA2M2Y=
জ্যাক গ্রিলিশ:- ইংল্যান্ডের এই স্ট্রাইকারের ছোট বেলার প্রেমিকা সাশা অ্যাটউড। তিনি পেশায় একজন মডেল এছাড়াও এনার একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলও রয়েছে।
https://www.instagram.com/p/ClLzigILv8G/?igshid=YmMyMTA2M2Y=
রডরিগো ডে পল:- আর্জেন্টাইন তারকা ফুটবলার রডরিগো ডে পলের প্রেমিকা পপ গায়িকা টিনি স্টোইসেল। যিনি নিজের গানের দক্ষতার জন্য সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে।