ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে দীর্ঘদিন ধরে ভালো পারফরমেন্স করছিলেন ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। দীর্ঘদিন ধরে তার এই পারফরমেন্সের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন যশস্বী। সুযোগ পেয়ে দারুন পারফরম্যান্স করে সুযোগের সদ্ব্যবহার করলেন এই তরুণ ওপেনার।
A debut to remember for Yashasvi Jaiswal! 👍 👍
He bags the Player of the Match award for his brilliant batting perfomance in Dominica 👌 👌#TeamIndia | #WIvIND pic.twitter.com/BitP4oK1Gm
— BCCI (@BCCI) July 14, 2023
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্ট ম্যাচে খেলতে নেমে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন যশস্বী। তাঁর এই ইনিংসটি সাজানো ১৪টি চার এবং একটি ছক্কা দিয়ে। ইতিমধ্যেই যশস্বীর এই ইনিংসটি শোরগোল ফেলে দিয়েছে বিশ্ব ক্রিকেটে।
আরও পড়ুন:- বাবা তুমি খুশি তো? ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড গড়ে বাবাকে ফোন যশস্বীর, আবেগঘন মুহূর্তে বললেন এমনটাই…
এবার আইপিএলে ভালো পারফরমেন্স করার নিরিখে ওয়েস্ট ইন্ডিজ সফরে একাধিক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) এবং ঈশান কিষান।
আরও পড়ুন:- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২টি উইকেট নিয়ে চারটি বিশ্ব রেকর্ড করলেন অশ্বিন
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হয়েছে যশস্বী এবং ঈশান কিষানের। যশস্বী ১৭১ রানের ইনিংস খেললেও ঈশান রান করার খুব একটা সুযোগ পাননি। তিনি এক রান করে অপরাজিত থাকেন। মনে করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে রুতুরাজ গায়কোয়াডের।
এবার রুতুরাজের প্রসংশা শোনা গেল প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের মুখে। এদিন রিকি পন্টিং বলেন, ” রুতুরাজ একজন দুর্দান্ত ক্রিকেটার। আইপিএলে আমি ওকে দেখেছি, ও দারুণ ব্যাটিং করে। এছাড়াও দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো রান করছে ও। রুতু যশস্বীর মতোই ক্রিকেটার। আমি অপেক্ষা করে আছে ওর অভিষেক দেখার জন্য।”