বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে গোহারা হেরেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। অস্ট্রেলিয়ার কাছে সেই হারের পর বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে রোহিতের টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে প্রথম টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪১ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে ভারত। তবে এই জয়ে খুব একটা খুশি নন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। তিনি এখনো ভুলতে পারেননি অস্ট্রেলিয়ার কাছে হার।
বিশ্ব টেস্ট ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর যখন চারিদিকে ভারতীয় দলের তীব্র সমালোচনা হয়েছিল সেই সময় হারের কারণ স্বরূপ রোহিত শর্মা জানিয়েছিলেন ম্যাচের আগে তারা পর্যাপ্ত সময় পায়নি। সেই ম্যাচের অন্তত ২০ থেকে ২৫ দিন আগে ইংল্যান্ডে পৌঁছাতে পারলে তারা সুবিধা পেত।
আরও পড়ুন:- “আমাদের খেলার জন্য একটা স্টেডিয়াম গড়ে দিন”, BCCI-র কাছে আবেদন ইরানের কোচের
সেই প্রসঙ্গ তুলে গাভাস্কার (Sunil Gavaskar) বলেন, ” আসলে ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা আগে থেকে কোথাও যেতে চাই না, ওরা জানে দলে ওদের জায়গা পাকা। তাই বারতি কষ্ট করতে চাই না। এখন আগে থেকে ইংল্যান্ডে না যাওয়ার কারণ স্বরূপ অজুহাত দিচ্ছে। আবার আগে গিয়ে যদি ওরা হারত, তা হলে ক্লান্তির কথা বলত। সবই অজুহাত।”
আরও পড়ুন:- ফের কবে সেঞ্চুরি করবেন বিরাট? বড় ভবিষ্যদ্বাণী করলেন ভারতের ব্যাটিং কোচ
গাভাস্কারের মতে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার অন্তত ১৫ দিন আগে সেখানে পৌঁছে যাওয়া উচিত ভারতের। সেখানে গিয়ে কমপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দলের প্রত্যেক ক্রিকেটারের পারফরমেন্স দেখে নেওয়া উচিত ছিল। তাহলে হয়তো অনেক তরুণ ক্রিকেটার নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পেত কিন্তু ভারতীয় দল তেমনটা করেনি। যার ফলস্বরূপ হেরেছে ওরা।
ওয়েস্ট ইন্ডিজকে হারানো প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এই ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগের দিন গেলেও জিততে অসুবিধা হবে না। তাই ওদের হারিয়ে গর্ব করার মতো কিছু নেই। হারাতে হলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডকে হারাতে হবে। তবেই সবাই মনে রাখবে।’’