বিশ্বকাপে পাকিস্তানের জন্য কোন আলাদা ব্যবস্থা থাকবে না, জানিয়ে দিল মোদি সরকার

এই বছর পাকিস্তানে (Pakistan) এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) জানিয়ে দিয়েছিল পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হলে ভারত সেখানে খেলতে যাবে না। যার কারণে বাধ্য হয়ে পাকিস্তান থেকে এশিয়া কাপ সরে যায়, এবার ভারতের এশিয়া কাপের ম্যাচগুলি হবে শ্রীলঙ্কায়।

India vs Pakistan

ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানের না যাওয়ায় পাল্টা ভারতকে চাপে রাখতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে না আসার দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের দাবি ছিল ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না এলে ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল। তবে পাকিস্তানের সেই সমস্ত দাবি অবশ্য কোন জায়গা পায়নি আইসিসির কাছে। শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান।

শুরুতে ভারতের বেশ কিছু শহরে খেলার ব্যাপারে আপত্তি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে তাদের কোন আপত্তি শোনেনি আইসিসি। আইসিসি জানিয়েছিল বিশ্বকাপের সূচি অনুযায়ীই খেলা হবে। গত সপ্তাহে পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে ভারতের বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান দল।

এবার ভারতের তরফে জানিয়ে দেওয়া হল পাকিস্তান দল ভারতে খেলতে এলে তাদের কোন অসুবিধায় হবে না। অন্যান্য দলেকে যেভাবে আতিথিয়তা করা হবে এবং যেভাবে সুরক্ষা দেওয়া হবে তেমনি পাবে পাকিস্তান। পাকিস্তানের জন্য কোন আলাদা ব্যবস্থা করা হবে না।

এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘‘এক দিনের বিশ্বকাপ খেলতে পাকিস্তানের ক্রিকেট দল ভারতে আসবে। বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্য দলগুলির মতো সমান আতিথেয়তা পাবে পাকিস্তানের দলও। সব ব্যবস্থা একই রকম থাকবে।’’

India vs Pakistan ODI WC

উল্লেখ্য, আগামী ৫ই অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। ভারত পাকিস্তান ম্যাচটি হবে ১৪ই অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে।