আর মাত্র এক দিনের অপেক্ষা। আগামীকাল থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 world cup)। আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world cup) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia) এবং গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড (New Zealand)। তারপরের দিন অর্থাৎ সুপার সানডেতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছে রোহিত শর্মার (Rohit sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান।
ইতিমধ্যেই ভারত পাকিস্তানের এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সারা বিশ্ব ক্রিকেট তাকিয়ে রয়েছে ভারত বনাম পাকিস্তানের বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচটির দিকে।
ভারত পাকিস্তান ম্যাচ মানেই এক আলাদা উত্তেজনা। আর সেটা যদি বিশ্বকাপের মঞ্চ হয় তাহলে তো কোন কথায় নেই। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world cup) প্রথম ম্যাচে এই পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। সেই ম্যাচ হেরেই ভারতের বিশ্বকাপ থেকে বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। আর সেই কারণেই এবার নিজেদের শক্তি আরও অনেক বাড়িয়ে বিশ্বকাপে নামছে ভারত।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে চলেছে এই দুই ক্রিকেটার।
সূর্য কুমার যাদব:- গত এক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে অনবদ্ধ ব্যাটিং করছেন সূর্য কুমার যাদব। ভারতের এই ডানহাতি ব্যাটসম্যান গত এক বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে যেভাবে ব্যাটিং করছে তা নিঃসন্দেহে ভারতীয় দলের জন্য খুবই ভালো। টি-টোয়েন্টি বিশ্বকাপেও যদি সূর্য কুমার যাদব এই ভাবে ব্যাটিং করতে পারেন তাহলে তা ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।
মহম্মদ সামি:- প্রথমে বিশ্বকাপের দলে মহম্মদ সামি না থাকলেও বুমরার পরিবর্তে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্তি ঘটেছে মহম্মদ সামির। অস্ট্রেলিয়ার এই পিচে মহম্মদ সামির পেশ এবং সুইং খুবই কার্যকরী হতে চলেছে। এই ধরনের পিচে সামি যে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা প্র্যাকটিস ম্যাচেই দেখা গিয়ে।