বিশ্বকাপের পরে এই মুহূর্তে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। নিউজিল্যান্ড সফরের পরে সেখান থেকে সরাসরি বাংলাদেশের উদ্দেশ্য উঠে যাবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। নিউজিল্যান্ড সফরে ভারতের প্রথম সারির একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হলেও বাংলাদেশ সফরে তারা সকলেই ফিরে আসবেন।
৪ থেকে ২৬ শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মাটিতে সিরিজ খেলবে ভারত (India)। এই সময়ের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। এই সিরিজে ফিরে আসবেন বিরাট কোহলি, কে এল রাহুল, রোহিত শৰ্মা। রোহিত শৰ্মায় এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।
এশিয়া কাপে চোট পেয়ে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে ছিলেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Rabindra Jadeja)। বিশ্বকাপেও খেলতে পারেননি জাদেজা। তবে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে এবং টেস্ট সিরিজের দলে রাখা হয়েছিল তাকে। এরই মধ্যে জানা গিয়েছে জাদেজার হাঁটুর চোট এখনো পুরোপুরি ভাবে সেরে ওঠেনি। আর তাই ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জাদেজা।
জাদেজা ছিটকে যাওয়ায় তার পরিবর্তে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সুযোগ পেয়েছেন বাংলার তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদ। সেই সঙ্গে চোট পাওয়া যশ দয়ালের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পেসার কুলদীপ সেন।
ওয়ানডে সিরিজে জাদেজার পরিবর্ত ঘোষণা করলেও এখনো পর্যন্ত টেস্ট সিরিজে জাদেজার পরিবর্ত ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে টেস্ট সিরিজে জাদেজার পরিবর্তে ভারতীয় দলের সুযোগ পেতে পারেন এই তিন ক্রিকেটার:-
১) সূর্য কুমার যাদব:- সূর্য কুমার যাদব দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে খেলছেন। এই মুহূর্তে তিনি দুর্দান্ত ছন্দেও রয়েছেন। আর সেই কারণেই মনে করা হচ্ছে জাদেজার পরিবর্তে প্রথম পছন্দ হতে পারেন সূর্য কুমার যাদব।
২) হনুমা বিহারী:- ভারতের হয়ে দীর্ঘদিন ধরে টেস্ট খেলছেন হনুমা বিহারী। জাতীয় দলের হয়ে টেস্ট খেলার ভরপুর অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও তিনি বেশ কয়েক ওভার বোলিংও করতে পারেন। আর তাই মনে করা হচ্ছে জাদেজার পরিবর্তে হনুমা বিহারীও বাংলাদেশ সফরে সুযোগ পেতে পারেন।
৩) সৌরভ কুমার:- জাদেজার পরিবর্ত হিসেবে বাংলাদেশ সফরে জায়গা পাওয়ার অন্যতম প্রধান দাবিদার বাঁহাতি স্পিনার সৌরভ কুমার। বেশ কয়েক মাস ধরে ঘরোয়া ক্রিকেট এবং ভারতীয় এ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন সৌরভ কুমার।