ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে প্রথমে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ১-০ ফলাফলে হারিয়ে দিয়েছে ভারত (India)। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস এবং ১৪১ রানে হারিয়ে দেয় ভারত। দ্বিতীয় টেস্টেও সহজেই জয় পেয়ে যেত ভারত কিন্তু বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা ভেস্তে যাওয়ায় ম্যাচ ড্র হয়ে যায়।
টেস্ট সিরিজের পর এবার ভারত (India) এবং ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মধ্যে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। বৃহস্পতিবার থেকে ওয়ানডে সিরিজে নামছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। তবে এই ওয়ানডে সিরিজে ভারতের তিন ক্রিকেটার কোন ম্যাচের সুযোগ পাবেন না। কার্যত রিজার্ভ বেঞ্চেই বসে কাটাতে হবে তাদের।
আরও পড়ুন:- বিপাকে BCCI, বদলে যেতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচের দিনক্ষণ
১) জয়দেব উনাদকাট:- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে দুটি সিরিজের দলে রাখা হয়েছিল সৌরাষ্ট্রের বাঁহাতি ফাস্ট বোলারকে। টেস্ট সিরিজের দুটো ম্যাচে সুযোগ পেয়েও বল হাতে একেবারে ব্যর্থ হয়েছেন জয়দেব উনাদকাট। তাই ওয়ানডে সিরিজে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
আরও পড়ুন:- ওয়ানডে বিশ্বকাপ জয়ের দাবিদার কোন দল? জানিয়ে দিলেন কপিল দেব
২) সঞ্জু স্যামসন:- টেস্ট সিরিজে সুযোগ পেয়ে ভালো পারফরম্যান্স করেছেন ঈশান কিষান। তাই ওয়ানডে সিরিজেও তাকেই প্রথম একাদশে খেলানোর সম্ভবনা বেশি। সেক্ষেত্রে বেঞ্চেই বসেই কাটাতে হবে সঞ্জু স্যামসনকে।
৩) অক্ষর প্যাটেল:- ভারতীয় দলে রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডার থাকায় অক্ষর প্যাটেলের সুযোগ পাওয়ার সম্ভবনা খুবই কম। জাদেজা এই মুহূর্তে ভারতীয় দলে তিনটি ফরম্যাটেই নিয়মিত সদস্য। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করতে পারেন জাদেজা। তাই এই ওয়ানডে সিরিজে অক্ষর প্যাটেলের সুযোগ পাওয়ার সম্ভবনা খুবই কম।