শুক্রবার ভোর রাতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার স্বীকার হন ভারতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant)। বাংলাদেশ সফর শেষ করে দেশে ফিরে নতুন বছরের ছুটি কাটানোর জন্য দিল্লি থেকে নিজের বাড়ি দেরাদুনে যাচ্ছিলেন পন্থ। সেই সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন ঋষভ পন্থ (Rishabh Pant)।
এই মুহূর্তে দেরাদুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঋষভ পন্থ। চিকিৎসকরা তার প্রাথমিক রিপোর্ট করার পর জানিয়েছেন, ঋষভ পন্থের হাঁটুতে এবং পিঠে গুরুতর চোট রয়েছে। তাই বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের ঋষভ পন্থকে পাওয়া যাবে না।
ঋষভ পন্থের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে এই তিন খেলোয়াড়ের সুযোগ পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে:-
১) এস ভরত:- ঋষভ পন্থের পরিবর্তে অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেতে চলেছেন এস ভরত। এর আগেও ভারতীয় টেস্ট দলে একাধিকবার সুযোগ পেয়েছেন ভরত। ভারতীয় দলের জার্সি গায়ে তার পারফরম্যান্স যথেষ্ট ভালো। এমন পরিস্থিতি ঋষভ পন্থের পরিবর্তে তিনি ভারতীয় দলের সুযোগ পেতে পারেন।
২) ঈশান কিষান:- ঋষভ পান্থের পরিবর্তে ভারতীয় দলে ঢোকার সব থেকে বড় সম্ভাবনা রয়েছে বাঁহাতি এই তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যানের। ভারতীয় দলের জার্সি গায়ে একাধিক সীমিত ওভারের ম্যাচ খেলেছেন তিনি। তার পারফরম্যান্স যথেষ্ট ভালো। সদ্য সমাপ্ত বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে ডবল সেঞ্চুরি করেছেন তিনি।
৩) উপেন্দ্র মূল:- এবছর ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করেছেন উপেন্দ্র মূল। বিজয় হাজারে ট্রফি, রঞ্জি ট্রফিতে তার ব্যাট থেকে বেশ কয়েকটি বড় ইনিংস এসেছে। ঋষভ পন্থের পরিবর্তে তিনিও অস্ট্রেলিয়া বিরুদ্ধে সুযোগ পেতে পারেন।