নিলামে কেন উইলিয়ামসনকে দলে নেওয়ার জন্য ঝাঁপাবে এই ৩টি IPL দল

আর কয়েক দিনের অপেক্ষা তারপরই শুরু হতে চলেছে বিশ্বের সবথেকে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল (IPL)। আগামী মাসেই বসতে চলেছে আইপিএল এর মিনি নিলাম। নিলাম এর আগে প্রত্যেকটি দলই তাদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা বিসিসিআই (BCCI) এর কাছে জমা দিয়েছে।

এবারে নিলামের আগে বেশ কিছু ফ্রাঞ্চাইজি তাদের তারকা ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad) তাদের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসনকে এবারের নিলামের আগে ছেড়ে দিয়েছে। দীর্ঘ ছ বছর সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে খেললেও এবার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে হায়দ্রাবাদ ফ্রাঞ্চাইজি।

হায়দ্রাবাদ ছেড়ে দিলেও এবার নিলামে এই তিনটি ফ্রাঞ্চাইজি কেন উইলিয়ামসনকে নেওয়ার জন্য ঝাপাতে চলেছে:-

১) চেন্নাই সুপার কিংস:- আইপিএলের শুরু থেকে এই দলকে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির নেতৃত্বে চারবার আইপিএল ট্রফিও জিতেছে চেন্নাই। তবে বর্তমানে ধোনির বয়স অনেকটাই বেড়ে গিয়েছে। আগামী আইপিএল থেকে ধোনি কে আর নাও দেখা যেতে পারে। আর এমন পরিস্থিতিতে একজন দীর্ঘ মেয়াদী অধিনায়ক হিসেবে কেন উইলিয়ামসনকে দলে নিতে পারে চেন্নাই সুপার কিংস।

২) দিল্লি ক্যাপিটালস:- প্রত্যেকবার শক্তিশালী দল তৈরি করলেও এখনো পর্যন্ত আইপিএল জয়ের স্বাদ পায়নি দিল্লি ক্যাপিটালস। বর্তমানে দিল্লি দলের অধিনায়ক ঋষভ পন্থ কিন্তু অধিনায়ক হিসেবে চূড়ান্ত ব্যর্থ ঋষভ পন্থ। এমন পরিস্থিতিতে একজন দক্ষ অধিনায়ক হিসেবে উইলিয়ামসনকে দলে নিতে চাইবে দিল্লি।

৩) পাঞ্জাব কিংস:- গতবছর এই দলের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল মায়াঙ্ক আগারওয়ালের হাতে। কিন্ত অধিনায়ক হিসেবে চূড়ান্ত ব্যর্থ পাঞ্জাব কিংস। এমন পরিস্থিতিতে কেন উইলিয়ামসনকে দলে নিতে চাইবে পাঞ্জাবও।