‘স্লো পিচ, দুর্বল ফিল্ডিং, চোট-আঘাতের সমস্যা’, ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের অঙ্ক বদলে দেবে এই ৫ বিষয়

আজ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত (India) এবং ইংল্যান্ড (India)। এই দুই দল এবারের বিশ্বকাপে বেশ শক্তিশালী। এই দুই দলের পারফরমেন্স দেখে এটা পরিষ্কার যে আজকের সেমিফাইনালের মতো নকআউট ম্যাচে ব্যাটে বলে জোর টক্কর দেখা যাবে। তবে আজকের ম্যাচ মূলত নির্ভর করছে এই পাঁচটি বিষয়ের উপর:-

১) আজকে সেমিফাইনাল ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ভারতের মিডিল অর্ডার ব্যাটসম্যান সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)। ইংল্যান্ডের বোলিং লাইন অফ যথেষ্ট শক্তিশালী হলেও এই মুহূর্তে সূর্য কুমার যাদব যে ফর্মে আছে তাতে আজকের ম্যাচে পার্থক্য করে দিতে পারেন তিনি।

২) আজ অ্যাডিলেডে যে পিচে খেলা হবে সেই পিচটি আগে ব্যবহার করা হয়েছে। অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচ হয়েছিল এই পিচে। স্বাভাবিকভাবে আজকের পিচ কিছুটা স্লো হবে। আর এমন পরিস্থিতিতে দুই দলের বোলাররা সুবিধা তুললেও ব্যাটসম্যানদের ক্ষেত্রে সমস্যা হবে। আর এই ধরনের পিচে খেলার অভ্যাস রয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের।

৩) সেমি ফাইনাল ম্যাচে নামার আগে ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটার সুস্থ রয়েছে অর্থাৎ চোট আঘাত জনীত কোন সমস্যা নেই ভারতের। অপরদিকে আজকের ম্যাচে নামার আগে ইংল্যান্ডের প্রথম একাদশের দুই ক্রিকেটার মার্ক উড এবং ডেবিভ মালানের চোট রয়েছে।

৪) আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফিল্ডিং। এবারের বিশ্বকাপে এই দুই দলই খুব একটা ভালো ফিল্ডিং করেনি। তবে আজকের ম্যাচে যে দলের ফিল্ডাররা বোলার যথাযথ সাহায্য করতে পারবে তারাই ভালো রেজাল্ট করবে।

৫) ঘরে বাইরে দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়ে শেষ চারটি টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড কে হারিয়ে দিয়েছে ভারত। স্বাভাবিকভাবে মানসিক দিক দিয়ে কিছুটা এগিয়ে রয়েছে ভারত। যদিও দ্বিপাক্ষিক সিরিজের সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের কোন তুলনায় চলে না।