বিদেশের মাটিতে ডবল সেঞ্চুরি করেছেন এই পাঁচ অধিনায়ক, দেখুন সম্পূর্ণ তালিকা

বিশ্বে যত ভালো ক্রিকেট দলই হোক না কেন একজন ভালো অধিনায়ক ছাড়া, সেই দলের কোন দামই থাকে না। একজন ভালো অধিনায়ক সঠিক পথে দলকে পরিচালনা করে, কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিয়ে দলকে জয়ের পথ দেখায়। নতুন নতুন ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ায়। তাই যেকোন ক্রিকেট দলের কাছে তার অধিনায়ক যথেষ্ট গুরুত্বপূর্ণ। এমন অনেক অধিনায়ক রয়েছেন যারা ভালো অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও ক্রিকেট মাঠে রাজ করেছেন। আজ আপনাদের সঙ্গে তেমনই পাঁচ জন অধিনায়কের কথা বলবো যারা বিদেশের মাটিতে ডবল সেঞ্চুরি করেছেন।

ব্র্যান্ডন ম্যাকালাম:- নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্র্যান্ডন ম্যাকালামকে (Brandon McClam) আমরা একজন মারকুটে ব্যাটসম্যান হিসেবেই চিনি। টেস্ট ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরির রেকর্ড এই ম্যাকালামের নামেই রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে তিনি ২০২ রানের ইনিংস খেলেছিলেন।

গ্রেম স্মিথ:- সাউথ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়য় গ্রেম স্মিথ (Gream smith)। ব্যাট হাতে তিনি নিজের দক্ষতার পরিচয় বারবার রেখেছেন। তিনি এমন একজন অধিনায়ক যিনি একবার দুবার নয় চার চারবার বিদেশের মাটিতে ডবল সেঞ্চুরি করেছেন। ২০১৩ সালে দুবাইয়ের পাকিস্তানের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করেছিলেন গ্রেম স্মিথ, যা আজও মনে রেখেছে ক্রিকেট বিশ্ব।

আলেস্টার কুক:- ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম প্রতিভাবান অধিনায়ক আলেস্টার কুক (Alestar cook)। যিনি ভালো অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও দলকে নেতৃত্ব দিয়েছেন বেশ কিছু বছর। পাকিস্তানের বিরুদ্ধে 263 সত্যি রানের ইনিংস খেলেছিলেন তিনি। যা এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ।

ব্রায়ন লারা:- ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ন লারা (brain lara) একজন কিংবদন্তি ব্যাটসম্যান হিসেবে বিশ্ব ক্রিকেটের পরিচিত। তিনি ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত ডবল সেঞ্চুরি করেছিলেন।

মার্ক টেলর:- ১৯৯৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৩৬৪ রানের ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক ট্রেলর (mark trailor)। যা এখনো পর্যন্ত কোন অধিনায়কের খেলা বিদেশের মাটিতে সর্বোচ্চ রানের ইনিংস।