এশিয়া কাপের ইতিহাসে সবথেকে বেশি ছক্কা মেরেছে এই পাঁচ ক্রিকেটার, তালিকায় তিন ভারতীয়

এই বছরের শেষে ভারতের মাটিতে বসে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে আগামী মাস থেকে শুরু হতে চলা এশিয়া কাপ (Asia Cup) এবারে ওয়ানডে ফরমেটে আয়োজিত হবে। এশিয়া কাপে অংশগ্রহণ করবে এশিয়ার তাবর তাবর দেশগুলি।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপে সব থেকে বেশি ছক্কা মারা পাঁচ ক্রিকেটারের তালিকা:-

১) শাহিদ আফ্রিদি: ক্রিকেট বিশ্বের অন্যতম আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন তিনি। এশিয়া কাপে ২১ টি ইনিংস খেলে তিনি মোট ২৬ টি ছক্কা মেরেছেন।

২) সনৎ জয়সুরিয়া: এই তালিকায় একমাত্র শ্রীলংকান ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন সনৎ জয়সুরিয়া। এশিয়া কাপে ২৪ টি ইনিংস খেলে ২৩ টি ছক্কা মেরে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি।

Suresh Raina

৩) সুরেশ রায়না: একসময় ভারতীয় মিডিল অর্ডারের অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। বর্তমানে তিনি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না। ১৩ টি ইনিংস খেলে তার দখলে রয়েছে মোট ১৮ টি ছক্কা।

৪) রোহিত শর্মা: ২১ টি ম্যাচে ১৭ টি ছক্কা মেরে এই তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

Rohit Sharma

৫) সৌরভ গাঙ্গুলি: এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। অধিনায়ক হিসেবে এশিয়া কাপ জিততে না পারলেও ১২ টি ম্যাচে ১৩ টি ছক্কা মেরে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন সৌরভ।