অক্টোবর মাসে শুরু হচ্ছে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup)। একদিকে যখন ভারতের সিনিয়র দল অর্থাৎ বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শৰ্মারা (Rohit Sharma) ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি সারবে, সেই সময় ভারতের দ্বিতীয় ক্রিকেট সারির দল চীনে পাড়ি দেবে এশিয়ান গেমস (Asian Games 2023) খেলতে।
এই বছর এশিয়ান গেমস (Asian Games 2023) এবং ওয়ানডে বিশ্বকাপ প্রায় একই সময়ে অনুষ্ঠিত হতে চলেছে। সেই কারণেই তরুণ ক্রিকেটারদের নিয়ে সম্পূর্ণ নতুন দল তৈরি করেছে বিসিসিআই (BCCI)। সেই দলটি এবার এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে লড়াই করবে। ভারতীয় দলের এমন বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছে যারা নিয়মিত ভারতীয় সুযোগ পান না। মনে করা হয়েছিল সেই সমস্ত ক্রিকেটারদের নিয়েই এশিয়ান গেমসের দল সাজাবে নির্বাচকরা। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি সম্পূর্ণ তরুণ তুর্কীদের উপরে ভরসা রেখেছে বিসিসিআই। আর সেই কারণে এবার বাধ্য হয়ে ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ভারতের এই চার তারকা ক্রিকেটার।
আরও পড়ুন:- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২টি উইকেট নিয়ে চারটি বিশ্ব রেকর্ড করলেন অশ্বিন
১) ভুবনেশ্বর কুমার: একটা সময় তিনটি ফরমেটেই ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু তার খারাপ ফর্ম এবং চোটআঘাত জনিত সমস্যার কারণে বর্তমানে টিম ইন্ডিয়া থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন ভুবনেশ্বর। এই মুহূর্তে ভারতীয় দলে আর সুযোগ পান না ভুবনেশ্বর। আসন্ন এশিয়ান গেমসে ভুবির সামনে ফের একবার ভারতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু সেই রাস্তাও বন্ধ করে দিল বিসিসিআই। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে এবার অবসরের পথ বেছে নিতে পারেন ৩৩ বছর বয়সী এই ভারতীয় ফাস্ট বোলার।
আরও পড়ুন:- যশস্বীর মতো আরও এক ক্রিকেটার ভারতে রয়েছে, এই ক্রিকেটারের প্রশংসায় রিকি পন্টিং
২) দীনেশ কার্তিক: ২০২২ আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে ফের একবার কামব্যাক করেছিলেন দীনেশ কার্তিক। কিন্তু তিনি তার পারফরমেন্স দিয়ে চূড়ান্ত হতাশ করেছিলেন। তারপর থেকে ভারতীয় দলে আর সুযোগ পান না দীনেশ। বর্তমানে তিনি কেরিয়ারের একেবারে শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছেন। এমন পরিস্থিতিতে এশিয়ান গেমসের মঞ্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর একটা বড় সুযোগ ছিল তার কাছে। কিন্তু বিসিসিআই সেই রাস্তাও বন্ধ করে দিল।
৩) শিখর ধাওয়ান: বিরাট কোহলি, রোহিত শর্মাদের অনুপস্থিতিতে একাধিকবার ভারতের দ্বিতীয় সারির দলকে নেতৃত্ব দিয়েছেন শিখর ধাওয়ান। অনেকেই ভেবেছিলেন শিখর ধাওয়ানকেই এশিয়ান গেমসে অধিনায়ক করবে ভারত। কিন্তু ধাওয়ানকে যে আর কোনভাবেই ভারতীয় দলে ভাবা হচ্ছে না এশিয়ান গেমসে সুযোগ না দিয়ে সেটাই বুঝিয়ে দিল বিসিসিআই।
৪) মোহিত শর্মা: এবার আইপিএলে গুজরাট টাইটান্স এর জার্সি দুর্দান্ত পারফরমেন্স করেছেন মোহিত শর্মা। অনেকে ভেবেছিলেন ফের একবার ভারতীয় দলে সুযোগ দেওয়া হবে মোহিতকে। কিন্তু বিসিসিআই তার সেই পথটিও বন্ধ করে দিল। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ছাড়া আর কোন উপায় নেই মোহিতের সামনে।