ভারতীয় (India) ক্রিকেটের ইতিহাসে বেশ কয়েকজন খেলোয়াড় আছেন, যারা আন্তর্জাতিক (International) ক্রিকেটে ম্যাচ জিতে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। যার ফলে বিশ্ব ক্রিকেটে আমাদের দেশ এখন অনেক খ্যাতি অর্জন করেছে। দীর্ঘ বছর ধরে যে সকল ক্রিকেটাররা আন্তর্জাতিক (International) ম্যাচ খেলে দেশের মুখ উজ্জ্বল করেছেন তাঁদের মধ্যে প্রথম হলেন,
আরো পড়ুনঃ ক্রিকেট ভক্তদের জন্য সুখবর! আগামী চার মাসে হতে চলেছে প্রায় নটি ভারত পাকিস্তান ম্যাচ
সচিন তেন্দুলকার: ভারতের জার্সিতে তিনি প্রায় ৭০০টির মতন ম্যাচ খেলে ৩০৭ বার দেশকে বিজয়ী হতে দেখেছেন। ক্রিকেট জগতে তাঁর যে কতোটা সুনাম তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা। ওডিআই এবং টেস্ট ম্যাচ খেলেও তিনি একাধিকবার ভারতীয়দের মন জয় করেছিলেন। এখন বাইশ গজে তাঁকে না দেখা গেলেও খেলার সাথে তিনি ওতোপ্রতোভাবে জড়িত।
বিরাট কোহলি: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে নিয়ে নতুন করে কিছু বলার নেই। বর্তমানে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন। এর আগে তিনি ভারতের জার্সিতে ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। এছাড়াও আইপিএলেও তাঁকে একাধিক বার ভালো ফর্মে দেখা গিয়েছে। বিগত কয়েক বছরে তিনি ভারতীয় দলের হয়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচই খেলেছেন।
এমএস ধোনি: বিশ্ব ক্রিকেটের ইতিহাসে তিনি একজন অত্যন্ত স্বনামধন্য ব্যাক্তি। ভারতীয় দলের এই অধিনায়ক বিশ্ব ক্রিকেটে চির স্মরনীয় হয়ে থাকবেন। সব মিলিয়ে নিজের কেরিয়ারে তিনি মোট ২৯৫ টি ম্যাচ জিতেছেন। চলতি বছরে অবশ্য তিনি আইপিএল খেলেছেন কিন্তু আগামী আইপিএল খেলবেন কিনা তা অজানা।
রোহিত শর্মা: ভারতের বর্তমান অধিনায়ক তিনিও ভারতীয় দলের জন্য যথেষ্ট অবদান রেখেছেন। তিনিও এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন। তবে আগামী দিনে তাঁর তরফে আরো জয় আসবে এই আশায় আছে ভারতের ক্রিকেট ভক্তরা।
আরো পড়ুনঃ বাদ উনাদকাট, দ্বিতীয় টেস্টে দলে ফিরছেন এই তারকা ক্রিকেটার
যুবরাজ সিং: ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওডিআই বিশ্বকাপে জয়ের মূল কান্ডারি যুবিও ভারতীয় দলকে অনেক সুনাম দিয়েছেন। ভারতীয় দলের জার্সিতে তিনিও প্রায় অনেকগুলি ম্যাচ জিতেছেন।
রাহুল দ্রাবিড়: ভারতীয় দলের জয়ের পেছনে এই ক্রিকেটারের অবদানও কম নয়। বর্তমানে তিনি ভারতীয় দলের কোচ।