দুলীপ ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করে খুব শীঘ্রই ভারতীয় দলে ডাক পেতে চলেছেন এই তিন ক্রিকেটার

বেশ কয়েক বছর পর এই বছর অঞ্চল ভিত্তিতে ভাগ করে দুলীপ ট্রফি (Duleep Trophy) আয়োজন করেছিল বিসিসিআই (BCCI)। বেশ কয়েক সপ্তাহ দীর্ঘ লড়াই শেষে ফাইনালে পশ্চিমাঞ্চলকে হারিয়ে দুলীপ ট্রফি জিতে নিয়েছে দক্ষিণাঞ্চল।

Nisanth Sindhu

এবারের দুলীপ ট্রফি (Duleep Trophy) খুব ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। বলা ভালো এবারের দুলীপ ট্রফি ব্যাপক সাফল্য লাভ করেছে। দিলীপ ট্রফিতে বেশ কয়েকজন তরুন ক্রিকেটার অসাধারণ পারফরম্যান্স করেছে। তবে এমন তিন ক্রিকেটার রয়েছেন যারা এবারের দুলীপ ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করে খুব তাড়াতাড়ি ভারতীয় দলে প্রবেশ করতে চলেছেন।

আরও পড়ুন:- অথিয়ার সাথে বিয়ের আগে এই ৩ অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিলেন কেএল রাহুলের!

১) নিশান্ত সান্ধু:- ১৯ বছর বয়সী এই তরুণ ভারতীয় অলরাউন্ডার এবারের দুলীপ ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। দুলীপ ট্রফির পাশাপাশি বর্তমানে উদীয়মান এশিয়া কাপেও দুর্দান্ত পারফরমেন্স করছেন তিনি। দুলীপ ট্রফিতে ৪ ইনিংসে ১৯৫ রান এবং ১ ইনিংসে বল করে দুটি উইকেট নিয়েছিলেন। অপরদিকে উদীয়মান এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে মাত্র ৩.২ ওভার বল করে ৪ টি উইকেট নিয়েছেন সান্ধু।

আরও পড়ুন:- বলিউডের বিখ্যাত পরিচালককে ডেট করছেন স্মৃতি মান্ধানা, জন্মদিনে এল বড় আপডেট

২) হর্ষিত রানা:- এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স জার্সি খেলেছেন হর্ষিত রানা। এবারের দুলীপ ট্রফিতে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। দুটি ম্যাচে ৭ টি উইকেট এবং‌ ব্যাটিংয়ে ৩ ইনিংসে একটি সেঞ্চুরি সহ ১৯১ রান করেছিলেন। তিনি যেভাবে অলরাউন্ড পারফরম্যান্স করছেন তাতে আগামী দিনে ভারতের দ্বিতীয় হার্দিক পান্ডিয়া হয়ে উঠতে পারেন হর্ষিত।

Harshit Rana

৩) বিদ্যাথ কাভারাপ্পা:- প্রথম শ্রেণীর ক্রিকেটের ছোট ক্যারিয়ার হলেও এবারের দুলীপ ট্রফির ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন তিনি। নতুন বলে সুইং করানোর পাশাপাশি পুরনো বলেও উইকেট নিতে পারেন তিনি। ম্যান অফ দ্য টুর্নামেন্টে জিতেছেন বিদ্যাথ কাভারাপ্পা।