আর কয়েক দিনের অপেক্ষা, তারপরে ভারতের মাটিতে শুরু হতে চলেছে এবারের ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup)। ভারতের মাটিতে বিশ্বকাপ, স্বাভাবিকভাবে স্পিনারটা কিছুটা হলেও এখানে বাড়তি সাহায্য পেয়ে থাকবে। এবার এই প্রসঙ্গে মন্তব্য করলেন শ্রীলংকার কিংবদন্তী স্পিনার মুথাইয়া মুরলীধরন।
যেহেতু ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ তাই প্রত্যেক দলই বেশি করে স্পিনারকে দলে নিয়েছে। অনেক দলই মনে করছে বিশ্বকাপের প্রথম একাদশে তিনজন কিংবা তার থেকেও বেশি স্পিনার খেলানো কিন্তু মুরলীধরন দাবি করেন বিশ্বকাপের প্রথম একাদশে দুজন স্পিনারই চলছে। বোলিংয়ে বৈচিত্র আনার জন্য তিনজন কিংবা চারজন স্পিনার খেলানোর কোন প্রয়োজন নেই।
ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলে রয়েছেন তিনজন স্পিনার। রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল। দলে তিনজন বাঁহাতি স্পিনার থাকলেও কোন অফ স্পিনার নেই যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিশেষজ্ঞদের মধ্যে।
এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে মুরলীধরন বলেন, “আমার কাছে ভারতের সেরা তিনজন স্পিনার হলেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিন। আমি জানিনা অশ্বিনকে কেন দলে নেওয়া হল না। হয়তো ও ঘরোয়া ক্রিকেট খেলেনি। তবে ক্রিকেটের আদর্শ স্পিন বোলিংয়ে একজন অফস্পিনার রাখা উচিৎ।”
সেই সঙ্গে মুরলীধরন বলেন, ” প্রথম একাদশ কেমন হবে তার ওপর নির্ভর করছে দলে কোন দুই স্পিনার খেলবে। তবে আমার কাছে এবারের বিশ্বকাপে ভারতের সেরা স্পিন জুটি হতে চলেছে জাদেজা কুলদীপ জুটি। জাদেজা অলরাউন্ডার হিসেবে পারফরম্যান্স করবে। অপরদিকে কুলদীপ একজন রিস্ট স্পিনার যাকে খেলতে সমস্যায় পড়বে ব্যাটাররা।”