প্রত্যেক ক্রিকেটার ক্রিকেট খেলা শুরু করে দেশের জার্সি গায়ে ক্রিকেট খেলবার জন্য। প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে একদিন দেশের জার্সি গায়ে ক্রিকেট খেলা। যেদিন ক্রিকেটাররা দেশের জার্সি গায়ে খেলার সুযোগ পান। সেদিন তাদের আসল স্বপ্ন পূরণ হয়।
দেশের জার্সি গায়ে খেলা প্রথম ম্যাচ অর্থাৎ অভিষেক ম্যাচ যে কোন ক্রিকেটার এর কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা বোলার হোক কিংবা ব্যাটসম্যান, ক্যারিয়ারের অভিষেক ম্যাচ সারা জীবন মনে রাখেন ক্রিকেটাররা।
প্রত্যেক ক্রিকেটারই চাই অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে সেই ম্যাচটি সারা জীবনের জন্য স্মরণীয় করে রাখতে। অভিষেক ম্যাচে ভালো পারফরমেন্স করলেই সেই ক্রিকেটারদের কথা মনে রাখে ক্রিকেট ভক্তরা। আজ আপনাদের এমন দুই ক্রিকেটারের প্রসঙ্গে বলব যারা অভিষেক ম্যাচে ছটি করে উইকেট নিয়েছেন। সারা বিশ্বে মাত্র দুজন ক্রিকেটার রয়েছেন যারা এমন কৃতিত্বের অধিকারী।
ফিদেল এডওয়ার্ডস:- ২০০৩ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল ফিদেল এডওয়ার্ডসের। আর সেই ম্যাচে বল হাতে কার্যত আগুন ঝরিয়ে ছিলেন তিনি। সেই ম্যাচে ছটি উইকেট নিয়েছিলেন তিনি এবং বিশ্বের প্রথম বোলার হিসেবে অভিষেক ম্যাচে ছয় উইকেট নেওয়ার রেকর্ড করেছিলেন ফিদেল এডওয়ার্ডস।
কাগিসো রাবাডা:- বর্তমানে ক্রিকেট বিশ্বে যে সমস্ত বোলাররা রয়েছেন তাদের মধ্যে অন্যতম সেরা বোলার হলেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী পেশার কাগিসো রাবাডা। ২০১৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে অভিষেক হয়েছিল কাগিসো রাবাডার। সেই ম্যাচে হ্যাটট্রিক সহ ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন কাগিসো রাবাডা।