২০২২ শেষ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন এই দুই মহতারকা

শেষ হতে চলেছে এই বছরটি। ২০২২ কে বিদায় জানিয়ে ২০২৩ কে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু সারা বিশ্ব জুড়ে। ২০২২ সালে ক্রিকেটে ঘটে গিয়েছে বেশ কিছু ঘটনা। বেশ কিছু সুন্দর মুহূর্তের সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা।

২০২২ সালে হয়েছে এশিয়া কাপ, টি২০ বিশ্বকাপ সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। দীর্ঘদিন অফফর্মে থাকার পর ২০২২ সালে এশিয়া কাপে ব্যাট হাতে ফর্মে ফিরছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। যা, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে এক বিশাল ব্যাপার।

এই ২০২২ সালে একাধিক তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে নিজের মিলে ধরেছে। উমরান মালিক, ঈশান কিষানের মত ক্রিকেটারদের চিনেছে সারা বিশ্ব ক্রিকেট। তেমনই ২০২২ সালে ক্রিকেট কে বিদায় জানিয়েছেন অনেক তারকা ক্রিকেটার। ২০২২ সাল শেষ হওয়ার আগেই আরো দুজন তারকা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন।

দীনেশ কার্তিক:- আইপিএলের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে দুর্দান্ত পারফরমেন্স করার পর ভারতীয় দলে কামব্যাক করেছিলেন দীনেশ কার্তিক। দক্ষিণ আফ্রিকা সফর এবং এশিয়া কাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন দীনেশ কার্তিক। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতেই ছবিটা একেবারেই বদলে যায়। অস্ট্রেলিয়ার পেস এবং বাউন্স পিচে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হন দীনেশ কার্তিক। টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে চারটি ম্যাচে সুযোগ পেলেও দশ রানের গণ্ডি টপকাতে পারেনি। বিশ্বকাপের পর ভারতীয় দল নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সফরে গেলেও দলে জায়গা হয়নি দীনেশ কার্তিকের। এমন অবস্থায় মনে করা হচ্ছে ভারতীয় দলের দীনেশ কার্তিকের জন্য চিরতরে দরজা বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন দীনেশ কার্তিক।

মার্টিন গাপ্টিল:- একসময় নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম প্রধান ভরসা ছিলেন মার্টিন গাপ্টিল। ব্যাট হাতে তিনি নিউজিল্যান্ডকে একাধিক ম্যাচ জিতিয়েছেন। তবে বর্তমানে ফর্ম খারাপ হওয়ার কারণে নিউজিল্যান্ড দলে অনিয়মিত হয়ে পড়েছেন মার্টিন গাপ্টিল। এমন অবস্থায় গাপ্টিলকে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনায় কোন জায়গা দিতে চাইছেন না কেন উইলিয়ামসরা। এমন পরিস্থিতিতে এই বছর শেষ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন মার্টিন গাপ্টিল।