‘ওরা কথা দিয়ে কথা রাখেনি’, কোহলিদের উপর ক্ষোভ উগড়ে দিলেন অভিমানী চাহাল

২০১৪ সালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে যোগদান করেছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। দীর্ঘদিন আইপিএলে আরসিবির (RCB) জার্সি গায়ে খেলেছেন তিনি। আরসিবির জার্সি গায়ে তার দুর্দান্ত পারফরমেন্স নজর কেড়েছিল সকলের। আরসিবির জার্সি গায়ে ভালো পারফরম্যান্স করে ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন চাহাল কিন্তু ২০২১ সালের পর হঠাৎ করেই চাহালকে ছেড়ে দেয় বেঙ্গালুরু।

Yuzvendra Chahal

হঠাৎ করেই ২০২১ নিলামের পর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) তাকে ছেড়ে দেওয়ায় সেই ঘটনায় খুবই দুঃখ পেয়েছিলেন চাহাল (Yuzvendra Chahal) এমনটাই জানালেন তিনি। প্রায় দু’বছর পর তিনি ক্ষোভ প্রকাশ করলেন। আরসিবির বিরুদ্ধে তাঁর অভিযোগ, এই ফ্র্যাঞ্চাইজি কথা দিয়ে কথা রাখেনি।

আরও পড়ুন:- আয়ারল্যান্ড সফরে বাদ বিরাট-রোহিত, আইপিএল কাঁপানো ছয় খেলোয়াড় পাচ্ছেন জায়গা

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চাহালকে ছেড়ে দেওয়ার পর বর্তমানে রাজস্থান রয়েলস দলের হয়ে আইপিএল খেলছেন ৩২ বছর বয়সী এই ভারতীয় রিষ্ট স্পিনার। গত দুটি মরশুমে রাজস্থানের জার্সি গায়ে দুর্দান্ত পারফরমেন্সও করছেন তিনি।

আরও পড়ুন:- গত ২৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙেও হলো না কোনো লাভ! BCCI-এর বঞ্চনার শিকার হলেন যশস্বী

এদিন একটি সাক্ষাৎকারে চাহাল বলেন, “২০১৪ সালে বেঙ্গালুরুর হয়ে খেলা শুরু করেছিলাম। আট বছর খেলেছি। কিন্তু তারপর অনেকের মুখে শুনেছিলাম, ওরা আমাকে আর রাখবে না। আমি নাকি অনেক অর্থের দাবি করছি, সেই কারণেই ওরা আমাকে রাখবে না, এমনটাই জানতে পেরেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে আমি কখনই বেশি অর্থের দাবি করিনি। আমি জানি ঠিক কতটা অর্থ আমার প্রাপ্য।”

Yuzvendra Chahal IPL

এছাড়াও চাহাল বলেন, “বেঙ্গালুরুর হয়ে প্রায় ১৪০টা ম্যাচ খেলেছি। ওদের সাথে মানসিক ভাবে যুক্ত হয়ে গিয়েছিলাম। অথচ ওঁরা একটা যোগাযোগ পর্যন্ত করলেন না। আমাকে কথা দেওয়া হয়েছিল, নিলামে আমার জন্য সব কিছু দিয়ে ঝাঁপাবে। অথচ সিদ্ধান্তটা নেওয়ার আগে আরসিবি কর্তৃপক্ষ একটা ফোনও করেননি আমাকে। কিছুই জানানো হয়নি আমাকে। জানি না কেন বাদ দেওয়া হয়েছিল। এটাই আমাকে সবথেকে বেশি কষ্ট দেয়।’’