২০১৩ সালে ভারত (India) শেষ বার আইসিসি ট্রফি জিতেছিল। তারপর দীর্ঘ ১০ বছর ভারতের ঝুলিতে আসে নি কোন আইসিসি ট্রফি। বারবার সেমিফাইনাল, ফাইনালে উঠলেও ট্রফি অধরাই থেকে গিয়েছে ভারতের (India)।
বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা (Rohit Sharma) নেতৃত্ব পরিবর্তন করেও সফলতা আসেনি ভারতে। এবার ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বকাপ জিততে মরিয়া ভারতীয় দল। ঘরের মাঠে আইসিসির ট্রফি জেতার এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইবে না রোহিতরা।
এরই মধ্যে ভারতীয় ক্রিকেট দলকে খোঁচা দিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। যেখানে প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশেজ্ঞদের অনেকেই ভারতকে বিশ্বকাপ জেতার দাবিদার বলছে সেখানে আখতারের মতে বিশ্বকাপ জেতার মতো ক্রিকেটার নেই রোহিত শর্মার হাতে।
এদিন বিশ্বকাপ সংক্রান্ত একটি সাক্ষাৎকারে আখতার বলেন, “রোহিতকে ভারতের অধিনায়ক করার সিদ্ধান্ত খুব একটা সঠিক নয়। আমার মনে হয় কোনও কোনও ক্ষেত্রে রোহিত খুব চাপে পড়ে যায়। তাই ওর অধিনায়কত্বেও ভুল হয়। বিরাট কোহলির সঙ্গেও এই একই ঘটনা ঘটত। সেই কারণে ওরা এখনও আইসিসি ট্রফি জিততে পারেনি।’’
এছাড়াও ভারতের বিশ্বকাপ জেতা প্রসঙ্গে আখতার বলেন, ” রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিশ্বমানের ব্যাটসম্যান। যেকোন ম্যাচ জেতনোর ক্ষমতা রয়েছে তাদের। তবে বিশ্বকাপ জেতার মত দল নেই ভারতের। বিশ্বকাপ জিততে এক্স ফ্যাক্টর লাগে। সেটা এই দলে নেই। রোহিত নিজের অধিনায়কত্ব দিয়ে সেই অভাব পূরণ করতে পারে কি না সেটাই দেখার।’’