এক ওভারে ৮টি ছক্কা সহ ১৩টি বাউন্ডারি মেরে মোট ৭৭ রান করেছিলেন এই ব্যাটার, আজও অক্ষত সেই রেকর্ড

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবথেকে বেশি আলোচিত নাম হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaykoyad)। কারণ তিনি প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে সাতটি ছক্কা মেরে ইতিহাস তৈরি করে দিয়েছেন। বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে এক ওভারে সাতটি ছক্কা মেরে বিশ্বরেকর্ড তৈরি করেছেন ঋতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaykoyad)।

বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল উত্তরপ্রদেশ (UP) এবং মহারাষ্ট্র। আর এই ম্যাচে উত্তরপ্রদেশের বোলার শিব সিংকে এক ওভারে সাতটি ছক্কা মারেন তিনি। সেই ওভারে একটি নো বল করেন শিব সিং। যার কারণে সেই ওভারে সাতটি বল খেলার সুযোগ পেয়ে যান ঋতুরাজ। আর এই সাতটি বলেই সাতটি ছক্কা হাঁকিয়ে সেই ওভারে মোট ৪৩ রান তুলে নেন ঋতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaykoyad)।

তবে ৪২ বছর আগে ঋতুরাজের এই ইনিংসের থেকেও আরও বিধ্বংসী ইনিংস খেলেছিলেন এক ব্যাটসম্যান। তিনি এক ওভারে ৭৭ রান তুলে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এমন রেকর্ড করেছিলেন যা আজ পর্যন্ত অক্ষত রয়ে গিয়েছে।

নিউজিল্যান্ডের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট ওয়েলিংটন সেল ট্রফিতে ঘটেছিল এই বিশ্ব রেকর্ডটি। সেই ম্যাচে ওয়েলিংটনের বিরুদ্ধে জয়ের জন্য ক্যাটারবেরির প্রয়োজন ছিল দু ওভারে ৯৫ রান। আর সেই সময় ৮ নম্বরে নামা জার্মান লি বিধ্বংসী ইনিংস খেলে ক্যাটাবেরিকে জয় এনে দিয়েছিল।

সেই ওভারে বোলিং করছিলেন বার্ট ভ্যান্স। অপরদিকে ব্যাট করছিলেন জার্মান লি। ওভারের প্রথম বলটি ছিল নো বল। এমন অবস্থায় এক রান পাওয়া যায়। দ্বিতীয় বলেই চার মারেন ব্যাটসম্যান লি জার্মান। পরের ১৫ বলে নো-বল করেন ভ্যান্স। পরের ২ বলে কোনো রান হয়নি। ভ্যান্স আবার নো-বল করেন এবং জার্মান একটি চার মারেন। শেষ ২ বলে করেন এক রান। এই ওভারে আটটি ছক্কা এবং পাঁচ টি চার মারেন জার্মান লি। অপর ব্যাটসম্যান মারেন একটি চার। যেহেতু সেই সময় নো বলের নিয়ম আলাদা ছিল অর্থাৎ নো বলে যদি চার ছক্কা লাগতো তাহলে শুধু সেই রান টুকুই পাওয়া যেত। নো বলের জন্য অতিরিক্ত কোন রান পাওয়া যেত না। আর সেই কারণে সেই ওভার থেকে মোট ৭৭ রান উঠে।