টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world cup) ঢাকে কাঠি পরে গিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে বিশ্বকাপের কোয়ালিফায়ার পর্বের ম্যাচ। আগামী ২২ শে অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের মূল পর্ব। পাকিস্তানের Pakistan বিরুদ্ধে ম্যাচ দিয়ে আগামী ২৩ শে অক্টোবর বিশ্বকাপ অভিযান শুরু করছে রোহিত শর্মা (Rohit sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (India)। তবে এবারের বিশ্বকাপ শুরু হওয়ার আগে জোরালো ধাক্কা খেয়েছে ভারত। বিশ্বকাপের আগে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের বর্তমানে সেরা বোলার যাশস্প্রীত বুমরাহ (Jasprit bumrah)।
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার (Sachin tendulkar)। শচীন তেন্ডুলকার জানিয়েছেন, বিশ্বকাপের আগে বুমরার ছিটকে যাওয়া নিঃসন্দেহে ভারতীয় দলের জন্য খুবই খারাপ। তবে বুমরার পরিবর্তে সামিকে দলে নেওয়া একেবারে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন মাস্টার ব্লাস্টার।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সচিন তেন্ডুলকার (Sachin tendulkar) জানান, “বুমরাহ এই মুহূর্তে সারা বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার। কিভাবে ব্যাটসম্যানদের উপর দাপট দেখিয়ে উইকেট তুলে নিতে হয় সেটা বুমরা ভালোভাবেই জানে। স্বাভাবিকভাবে বিশ্বকাপ থেকে বুমরার এই ভাবে ছিটকে যাওয়া নিঃসন্দেহে ভারতীয় দলের জন্য বিরাট ধাক্কা। তবে বুমরার পরিবর্তে দলে নেওয়া হয়েছে মহম্মদ সামিকে। সামি প্রথম প্রস্তুতি ম্যাচেই বুঝিয়ে দিয়েছে ও বুমরার যোগ্য পরিবর্ত।”
এছাড়াও সচিন (Sachin tendulkar) বলেন, “সামি যে ফর্মে আছে তাতে আশা করছি ও বুমরার অভাব বুঝতে দেবে না। এছাড়াও দলে ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংয়ের মত বোলাররা আছে।”
রোহিতদের উদ্দেশ্যে বিশ্বকাপের আগে শচীন বলেন, “অস্ট্রেলিয়ায় মাঠ বড়। তাই কোন মাঠে খেলা হচ্ছে এবং সেই দিনের পরিবেশ কেমন হচ্ছে সেই ভেবেই প্রথম একাদশ সাজানো উচিত ভারতের। মাঠের পরিস্থিতি বুঝে দলে স্পিনার খেলানো উচিত।”