চলতি বছরের (2023) ৫ই অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup)। আইসিসি (ICC) এই টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে। বর্তমানে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি পুরোদমে চলছে গোটা দেশ জুড়ে। অন্যদিকে, একটি বড় আপডেট সামনে এসেছে। আগামী ১৫ই আগস্ট ২০২৩ থেকে ভারতে শুরু হবে আরেকটি ক্রিকেট টুর্নামেন্ট। আলোচ্য বিষয় যে ক্রিকেট টুর্নামেন্টের কথা বলা হচ্ছে সেটি হল ‘বুচি বাবু আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্ট’।
এই টুর্নামেন্টটি ছয় বছর পর আবার শুরু হতে যাচ্ছে। এবং এই বছর টুর্নামেন্টটি ১৫ই আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ই সেপ্টেম্বর। এর আগে, শেষবারের মতো এই টুর্নামেন্টটি ২০১৬-১৭ মৌসুমে আয়োজিত হয়েছিল। এবারের টুর্নামেন্টে ম্যাচটি হবে চার দিনের ফরম্যাটে। এই প্রথম ৪ দিনের ফরম্যাটে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট চলবে ২৮ দিন।
এই টুর্নামেন্টে দুটি স্থানীয় দল TNCA প্রেসিডেন্ট একাদশ এবং TNCA একাদশ সহ মোট ১২ টি দল অংশগ্রহণ করবে। অন্যান্য দলগুলির মধ্যে রয়েছে ভারতীয় রেল, হরিয়ানা, বরোদা, মুম্বাই, দিল্লি, কেরালা, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং বাংলা। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হবে প্রতিটিতে ৩-৩টি করে দল থাকবে।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দল সেমিফাইনালে উঠবে। টুর্নামেন্ট ঘোষণার জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় অধিনায়ক কৃষ্ণমাচারী শ্রীকান্ত বলেছেন, ‘বুচি বাবু টুর্নামেন্ট অনেক ভারতীয় ক্রিকেটারের জন্য একটি মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। এই টুর্নামেন্ট পুনরুজ্জীবিত করা ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত ভালো।