চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরতে চলেছেন ভারতের এই বিধ্বংসী খেলোয়াড়

এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে চলছে ভারত (India) এবং বাংলাদেশের (Bangladesh) মধ্যে টেস্ট সিরিজ। ইতিমধ্যে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল (India Team)। আর এরই মধ্যে আরও একটি ভালো খবর এলো ভারতীয় ক্রিকেটের জন্য।

চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে থাকা এক ম্যাচ উইনার আর কয়েক সপ্তাহের মধ্যে টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হতে চলেছেন। ২০২২ এশিয়া কাপ, টি২০ বিশ্বকাপ এই বড় বড় টুর্নামেন্ট গুলিতে এই খেলোয়াড়কে খুবই মিস করেছে ভারতীয় দল (India Team)। এবার নিজের চোট সারিয়ে আর কয়েক সপ্তাহের মধ্যে তিনি ফিরতে চলেছেন ভারতীয় শিবিরে।

এশিয়া কাপ শুরু হওয়ার আগে গুরুতর চোট পেয়ে কয়েক মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের তারকা পেস বোলার যাশস্প্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এশিয়া কাপে বুমরাহকে পাইনি ভারতীয় দল, এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেনি বুমরাহ। তবে এরই মধ্যে জানা যাচ্ছে আর কয়েক সপ্তাহের মধ্যেই তিনি ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন।

জানা গিয়েছে ইতিমধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বুমরাহ এবং তিনি নিয়মিত বোলিংও করছেন। কয়েকদিন আগে বুমরাহ সোশ্যাল মিডিয়ায় বোলিং করার একটি ভিডিও পোস্ট করেছিলেন। আর সেখান থেকেই জানা গিয়েছে বর্তমানে পুরোপুরি ভাবে ফিট হয়ে উঠেছেন ভারতের এই তারকা পেস বোলার।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, “ইতিমধ্যেই বুমরাহ সুস্থ হয়ে উঠেছে। ও নিয়মিত অনুশীলনও করছেন। আর কয়েক দিনের মধ্যেই ও ম্যাচ ফিট হয়ে উঠবে তবে আগামী শ্রীলংকা সিরিজে বুমরা ভারতীয় দলে যুক্ত হবেন কিনা সেটা নতুন নির্বাচন কমিটির আসার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।”