বিশ্বকাপের উদ্বোধন থেকে সরে দাঁড়ালেন ওয়াক্কা ওয়াক্কা গার্ল শাকিরা, পরিবর্তে থাকবেন এই ভারতীয় তারকা

শুরু হতে চলেছে ‘ফিফা-২০২২ কাতার বিশ্বকাপ’ (Fifa 2022 Qatar Worldcup)। হাতে আর মাত্র দু দিন বাকি। এবারের ফুটবল বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে কাতার দেশে। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ কাতার এবং ইকুয়েডরের মধ্যে। ম্যাচের আগে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে ছিলেন শাকিরা (Shakira)। তাঁর ‘ওয়াকা ওয়াকা’ (Waka Waka) গান ঝড় তুলেছিল ফুটবলপ্রেমীদের মনে। তবে এবারের বিশ্বকাপে ব্যাক্তিগত কারণের জন্য অনুষ্ঠানে কোনোভাবেই উপস্থিত থাকছেন না তিনি। নিজের না সরিয়ে নিয়েছেন। তবে তিনি ছাড়াও আরও অনেকে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অনুষ্ঠানে জায়গা করে নিয়েছে এক ভারতীয় সুন্দরী।

Nora fathei

বিশ্বকাপের প্রথম ম্যাচ এবং ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে আল বায়েত স্টেডিয়ামে। এই স্টেডিয়াম দোহার থেকেও ৪০ কিলোমিটার দূরে। স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক বসার ক্যাপাসিটি রয়েছে। ভারতীয় সময় সন্ধে ৭.৩০টা থেকে অনুষ্ঠান শুরু হবে। এবারের বিশ্বকাপের অনুষ্ঠানে কে কে অংশ নিচ্ছেন তা প্রকাশ হয়েছে।

 

জানা গিয়েছে, শাকিরার পাশাপাশি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইংল্যান্ডের বিখ্যাত পপ তারকা ডুয়া লিপারও। তারপর তিনি instagram এ জানান তিনি অনুষ্ঠানে অংশ নেবেন না। তারা কোন ব্যাক্তিগত কারণের জন্যই নাম সরিয়েছেন বলে মনে হয়।

 

তবে ইতিহাস গড়তে চলেছে এক ভারতীয় সুন্দরী। তিনি প্রথম ভারতীয় হিসাবে ফুটবল বিশ্বকাপে পারফর্ম করতে চলেছেন। ইনি হলেন বলিউড সুন্দরী নোরা ফতেহি (Nora Fatehi)। বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক ভিডিওতেও তাঁকে দেখা গিয়েছে। জল্পনা শোনা গিয়েছে, সম্ভবত বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানেও তাঁকে পারফর্ম করতে দেখা যেতে পারে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নিকি মিনাজ, রড স্টুয়ার্ট, জাংকুক-সহ একাধিক তারকাকে পারফর্ম করতে দেখা যাবে।

Nora fathei

 

প্রায় একমাস ধরে পারফর্ম করবেন। তবে এবারের ফুটবল বিশ্বকাপ আসর কাতারে আয়োজিত হওয়ার জন্য অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। প্রশ্ন উঠছে এত ছোট একটি দেশে এত বড় মাপের প্রতিযোগিতা কেন আয়োজিত করা হলো। এমন পরিস্থিতিতে অনেক ফুটবল বিশেষজ্ঞ মনে করছেন কাতারে বিশ্বকাপের (Qatar Worldcup) আয়োজনের সিদ্ধান্ত ভুল ছিল। আবার অনেকের মতে সবকিছু ঠিক হয়ে যাবে খেলা চালু হলেই।