টি-২০ বিশ্বকাপে সবার নজর কাড়তে চলেছে ভারতীয় বংশোদ্ভূত এই অজি অ্যাঙ্কার, দেখুন তার ছবি

আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 world cup)। আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড (Australia vs New Zealand)। কোভিড পরবর্তী কালে এই প্রথমবার বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। এবারের বিশ্বকাপে মাঠে গিয়ে খেলা দেখার অনুমতি রয়েছে সমর্থকদের। স্বাভাবিক ভাবেই এবারের বিশ্বকাপ নিয়ে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে ক্রিকেট ভক্তদের মধ্যে।

তবে এবারের বিশ্বকাপে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের নজর থাকবে আরও একটি দিকে। সেটা হল বিশ্বকাপের অ্যাঙ্কার নাশপ্রীত সিংয়ের (Naspreet Singh) দিকে। এবারের বিশ্বকাপে অ্যাঙ্কারিং করতে দেখা যাবে এই সুন্দরীকে। যা ইতিমধ্যেই বিশ্বকাপের বাড়তি আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।

1998 সালে আইল্যান্ড নেশন ফিজিতে জন্মগ্রহণ জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত নাশপ্রীত সিং (Naspreet Singh)। পড়াশোনা করা উদ্দেশ্যে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে চলে যান। সেখানে গিয়ে তিনি স্কুল কলেজের পড়াশোনা সম্পন্ন করেন। তারপর সে দেশের নাগরিকত্ব নিয়ে নেন নাশপ্রীত সিং। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতেই রয়েছেন।

মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন নাশপ্রীত সিং। ভারতীয় বংশোদ্ভূত হওয়ার কারণে তিনি ইংরেজির পাশাপাশি হিন্দি এবং পাঞ্জাবিতেও যথেষ্ট সাবলীল। তিনি এই তিনটি ভাষাতেই কথা বলতে পারেন।

পড়াশোনা চলাকালীনই 2014 সালে মডেলিং এবং অভিনয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন নাশপ্রীত সিং। বেশ কয়েকটি ওয়েব সিরিজেও অভিনয় করতেও দেখা গিয়েছে নাশপ্রীত সিং-কে। 2020 সালে সংযুক্ত আরব আমির শাহিতে অনুষ্ঠিত হওয়া আইপিএলে অ্যাঙ্কারিং করতে দেখা গিয়েছিল তাকে। নিজের সুন্দর কথা বলার স্টাইল এবং গলার কন্ঠে তিনি ভক্তদের মন জিতে নিয়েছিলেন।