বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল দেশ হল ভারত (India)। সফলতার পাশাপাশি ভারতের ক্রিকেটের জনপ্রিয়তা দেখে অবাক হয়ে যান সারা ক্রিকেট বিশ্ব। ভারতে ক্রিকেট যে হারে জনপ্রিয়তা লাভ করেছে তা সত্যি এক গর্বের বিষয়। ভারতে ক্রিকেট এত জনপ্রিয়তা লাভের পেছনে কারণ ভারতের ক্রিকেটাররা (Indian cricketer)। ভারতে এমন অনেক কিংবদন্তি ক্রিকেটার রয়েছেন যারা ক্রিকেট মাঠে হাজার হাজার রেকর্ড করেছেন। তবে এর পাশাপাশি ক্রিকেটারদের নামে এমন বেশ কিছু রেকর্ড রয়েছে যেটা তারা মনে রাখতে চাইবেন না।
রাহুল দ্রাবিড়:- ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক অন্যতম সেরা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় (Rahul dravid)। তাকে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিও বলা হয়। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ। রাহুল দ্রাবিড়ের নামের পাশে রয়েছে একাধিক অনন্য নজির। তবে টেস্টে সব থেকে বেশি বার বোল্ড আউট হওয়ার রেকর্ডও রয়েছে এই রাহুল দ্রাবিড়ের নামেই। ১১৭ থেকে টেস্ট ইনিংস খেলে ৫৫ বার বোল্ড আউট হয়েছেন রাহুল দ্রাবিড়।
মহেন্দ্র সিং ধোনি:- ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল অধীনায়ক মহেন্দ্র সিং ধোনি (Ms dhoni)। ধোনির অধিনায়কত্বে ভারত দুবার বিশ্বকাপ জিতেছে এবং একবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটসম্যান এবং উইকেট কিপার হিসেবেও ধোনির যথেষ্ট সুনাম রয়েছে। সেই সঙ্গে ধোনির নামের পাশে রয়েছে একজন উইকেট কিপার হিসেবে সবথেকে বেশি বার বোল্ড আউট হওয়ার রেকর্ড।
বি এস চন্দ্রশেখরন:- বি এস চন্দ্রশেখন বিশ্বের একমাত্র বোলার, যার রানের থেকে উইকেটের সংখ্যা বেশি। চন্দ্রশেখরন ব্যাট হাতে করেছেন 167 রান অপরদিকে উইকেট নিয়েছেন 242 টি।
বাপু নাদকর্নি:- ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে ১৩১টি ডট বল খেলে তিনি রেকর্ড করেছেন। অর্থাৎ ২১.৫ ওভার তিনি শুধু ডট বল খেলেছেন।