মুম্বাইয়ের শরদ পাওয়ার স্টেডিয়ামে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বাই (Mumbai) এবং হায়দ্রাবাদ (Haydrabad)। আর এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ফের একবার নিজের জাত চেনালেন ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yasswi Jaiswal)।
এই ম্যাচে টসে জিতে প্রথমে মুম্বাইকে ব্যাটিং করতে পাঠায় হায়দ্রাবাদ। ব্যাটিং করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি মুম্বাইয়ের। মাত্র ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বাই। মাত্র ১৯ রান করে আউট হয়ে যান মুম্বাইয়ের ওপেনার পৃথ্বী শ।
শুরুতে পৃথ্বী শ-কে হারিয়ে যখন চাপে পড়ে যায় মুম্বাই সেই সময় মুম্বাই দলের হাল ধরেন যশস্বী জয়সওয়াল (Yasswi Jaiswal)। দুর্দান্ত ব্যাটিং করলেন তিনি। ব্যাট হাতে হায়দ্রাবাদের প্রত্যেকটি ব্যাটসম্যানকেই কার্যত তুলোধোনা করছিলেন যশস্বী। আর এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ভারতীয় দলে কে এল রাহুলের জায়গা কার্যত নড়বড়ে করে দিলেন যশশ্রী।
এই ম্যাচে ১৯৫ বলে ১৬২ রানের ইনিংস খেলেন যশশ্রী। তার এই ইনিংসটি সাজানো ছিল ২৭ টি চার এবং একটি ছক্কা দিয়ে। শেষ পর্যন্ত বাঁহাতি স্পিন বোলার শশাঙ্ক মেলহোত্রার বলে মিকিল জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান যশশ্রী।
এই রঞ্জি ট্রফিতে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে রাহুলের ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করলেন যশস্বী জয়সওয়াল। শেষ দশটি ইনিংসে ৬৫ গড়ে ৬৫৯ রান করেছেন যশস্বী, এর মধ্যে ৩টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরিও রয়েছে। অপরদিকে শেষ দশটি ইনিংসে ২৬ গড়ে মোট ২৬২ রান করেছেন রাহুল। এর মধ্যে একটি সেঞ্চুরিও করতে পারেননি তিনি। যশস্বী যদি এভাবেই খেলতে থাকেন, তাহলে কে এল রাহুলের পক্ষে টিম ইন্ডিয়ায় জায়গা ধরে রাখা কঠিন হতে পারে।