চোটের কারণে এই মুহূর্তে ভারতীয় দলের (India Cricket Team) প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার মাঠের বাইরে রয়েছেন। যশপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলের (K L Rahul) মত তারকা ক্রিকেটাররা চোট পেয়ে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে রয়েছেন। এই মুহূর্তে এই তারকা ক্রিকেটারদের ছাড়াই বিভিন্ন সিরিজ খেলতে হচ্ছে ভারতীয় দলকে। তারা ফের কবে মাঠে ফিরবেন সেটাও জানা নেই, এরই মধ্যে মাঠে ফেরার ইঙ্গিত দিলেন এক তারকা ক্রিকেটার।
এই মুহূর্তে ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছেন চোট পাওয়া সমস্ত ক্রিকেটার। সেখানেই তাদের দ্রুত সুস্থ করে তোলার প্রক্রিয়া চালাচ্ছে চিকিৎসকরা। সামনেই রয়েছে এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের মতো দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তাই এই ক্রিকেটারদের তড়িঘড়ি মাঠে নামিয়ে কোন প্রকার ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই।
আরও পড়ুন:- দ্বিতীয় T20 ম্যাচে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে T20 সিরিজ জিতে নিল ভারত
বুমরাহ, আইয়ারদের সম্পূর্ণ সুস্থ করেই মাঠে নামানোর পরিকল্পনা করেছে বিসিসিআই। তবে এরই মধ্যে দ্রুত মাঠে ফেরার ইঙ্গিত দিলেন ভারতীয় দলের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান কে এল রাহুল (K L Rahul)।
আরও পড়ুন:- বুধবার প্রথম টেস্টে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ, দেখুন ভারতের সম্ভাব্য একাদশ
এদিন সোশ্যাল মিডিয়া মাঠের মধ্যে শুয়ে থাকার একটি ছবি দিয়েছেন কে এল রাহুল। সেই সঙ্গে তিনি লিখেছেন, আবার আগের মতো অনুভব করছেন। অর্থাৎ, খেলার মতো জায়গায় চলে এসেছেন বলে মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন সহ-অধিনায়ক।
Starting to feel like me again 🏃♂️🏟️ pic.twitter.com/8cECI7oRDZ
— K L Rahul (@klrahul) July 11, 2023
বেশ কয়েক মাস ধরে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন রাহুল। আইপিএলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে আইপিএলের একটি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পান রাহুল। মুম্বাইয়ে তার অস্ত্র প্রচার হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে আসন্ন এশিয়া কাপে ফের ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন রাহুল।