এবার আইপিএল নিলামে ঝড় তুলতে চলেছেন এই ৩ অখ্যাত বিদেশী ক্রিকেটার…

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) একেবারে জমে উঠেছিল। কারণ বিশ্বকাপের শক্তিশালী দল গুলির সঙ্গে পাল্লা দিয়েছিল অপেক্ষা কৃত দুর্বল দল গুলিও। এবারের বিশ্বকাপে সাউথ আফ্রিকা (South Africa), পাকিস্তান, ইংল্যান্ড এর মত শক্তিশালী দলকে হারিয়ে দিয়েছিল অপেক্ষা কিছু দুর্বল নেদারল্যান্ড, জিম্বাবুয়ে (Zimbabwe) এবং আয়ারল্যান্ড এর মত দুর্বল দল গুলি।

এবারের বিশ্বকাপে এই ছোট ছোট দল গুলিও দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তাদের পারফরমেন্স দিয়ে সারা বিশ্বের মন জয় করে নিয়েছিল আয়ারল্যান্ড (Ireland), স্কটল্যান্ড (Scotland), নেদারল্যান্ড, জিম্বাবুয়ের মতো অপেক্ষাকৃত দুর্বল দল গুলি। তেমনি এবারের বিশ্বকাপে এই সমস্ত দেশ গুলি থেকেই তিন জন ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করেছে। সামনেই আইপিএলের নিলাম। আর সেই নিলামে যে এই তিনজন ক্রিকেটারের যে বড় দাম উঠবে তা বলাই বাহুল্য।

সিকান্দার রাজা:- এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। শুধু ব্যাট হাতেই নয় ব্যাটিংয়ের সঙ্গে বল হাতেও বেশ নজর কেড়েছেন সিকান্দার রাজা (Sikandar Raja)। ব্যাটে ২১৯ রান করার পাশাপাশি বল হাতেও ১০ টি উইকেট নিয়েছেন তিনি। আর এমন একজন দুর্দান্ত অলরাউন্ডারকে আইপিএলের যে কোন ফ্রাঞ্চাইজিই নিজেদের দলে নিতে চাইবে।

জোশুয়া লিটল:- এবারের বিশ্বকাপে সুপার ১২ এর ম্যাচে একমাত্র হ্যাটট্রিক করেছেন আয়ারল্যান্ডের ক্রিকেটার জোশুয়া লিটল। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে তিনি সারা বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছেন। এবারের আইপিএলে বিদেশি বোলার হিসাবে তার চাহিদা থাকতে পারে।

রাউলি রুশো:- দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে কাম ব্যাক করেছেন রাউলি রুশো। এবারের বিশ্বকাপ দলেও তাকে নেওয়া হয়েছিল। বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। এবারের আইপিএলে এমন একজন ব্যাটসম্যানকে যে কোন দল নেওয়ার জন্য ঝাঁপাবে।