সদ্য শেষ হয়েছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলকে (Indian Cricket Team)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ফলাফলে জিতেছে ভারতীয় দল। তবে ভারত ওয়ানডে সিরিজ জিতলেও ভারতীয় দলে বেশ কিছু খামতি লক্ষ্য করা গিয়েছে।
Tilak Varma smacks 19 runs off the sixth over to finish the powerplay on a high 💪#TeamIndia 51/2 after 6 overs.
Follow the match – https://t.co/YzoQnY7mft#WIvIND | @TilakV9 pic.twitter.com/pVoEjMvMjQ
— BCCI (@BCCI) August 13, 2023
সামনেই রয়েছে এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ। আর এই দুটি বড় টুর্নামেন্টে খেলতে নামার আগে ভারতীয় দলের সেই সমস্ত দুর্বল জায়গা গুলি মেরামত করতে চাইবে টিম ম্যানেজমেন্ট।
এই দুটি সিরিজে ভারতীয় দলের ব্যাটিংয়ের সমস্যা দেখা দিয়েছে। বেশ কিছু ম্যাচ দূর্বল ব্যাটিংয়ের জন্য হেরেছে ভারত। এমন পরিস্থিতিতে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা তিলক বর্মা আসন্ন সিরিজে ভারতীয় দলের নিয়মিত সদস্য হতে চলেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হেরেছে ভারতীয় দল। তবে ভারত হারলেও এই সিরিজে অভিষেক করা ভারতের তরুণ ব্যাটসম্যান তিলক বর্মা দুর্দান্ত ব্যাটিং করে সকলের নজর কেড়েছেন। তিলকের এই পারফরম্যান্স তাকে নিয়ে আলাদা করে ভাবতে বাধ্য করেছে নির্বাচকদের।
Maturity with the bat ✨
Breathtaking shots 🔥
What's the wrist band story 🤔Get to know it all in this special and hilarious chat from Guyana ft. @surya_14kumar & @TilakV9 😃👌 – By @ameyatilak
Full Interview 🎥🔽 #TeamIndia | #WIvIND https://t.co/7eeiwO8Qbf pic.twitter.com/TVVUvV3p7g
— BCCI (@BCCI) August 9, 2023
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইকেট রক্ষক ব্যাটার হিসেবে দুই তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একজন ঈশান কিষান অপরজন সঞ্জু স্যামসন। ঈশান নিজের ব্যাটিং দিয়ে সকলের মন জিতলেও ব্যর্থ হয়েছেন সঞ্জু স্যামসন। এমন পরিস্থিতিতে ভারতের মিডিল অর্ডারে ভরসা যোগানোর মতো কোন ব্যাটসম্যান নেই। আর সেই কারণেই আসন্ন এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপে তিলক বর্মাকে ভারতের মিডল অর্ডারে জায়গা দিতে চলেছেন নির্বাচকরা।