এই তিনটি কারণের জন্য ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেতে চলেছেন তিলক বর্মা

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। হাতে দু’মাসও সময় নেই। তারই মধ্যে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup)। ইতিমধ্যেই প্রত্যেকটি দেশ বিশ্বকাপের জন্য নিজেদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি সেরে ফেলছে।

এবারের ওয়ানডে বিশ্বকাপে প্রত্যেকটি দলে অনেক তরুণ ক্রিকেটার সুযোগ পেতে চলেছে। অন্যথা হবে না ভারতে। ভারতীয় দলেও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার এবারের বিশ্বকাপে খেলতে চলেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হতে চলেছেন তিলক বর্মা (Tilak Verma)।

তিনটি বিশেষ কারণে এবারের ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেতে চলেছেন তিলক বর্মা:-

১) পেস বোলারদের খেলার ক্ষমতা: আইপিএলে ভালো পারফরমেন্স করার সুবাদে বর্তমানে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিলক বর্মা। এবার আইপিএলে স্পিন বোলারদের বিরুদ্ধে তিলকের এভারেজ ছিল ৩৫ এবং স্ট্রাইক রেট ছিল ১৩৬ কিন্তু অপরদিকে পেস বোলারদের বিরুদ্ধে তার এভারেজ ছিল ৫০ এবং স্ট্রাইক রেট ছিল ১৯২। যেখানে ভারতীয় ব্যাটাররা সাধারণত স্পিন খেলতে বেশি পারদর্শী হয় সেখানে পেস বোলারদের খেলার দক্ষতা তিলককে বিশ্বকাপের দলের সুযোগ করে দেবে।

২) বাঁহাতি ব্যাটার:- ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বেশিরভাগই ডানহাতি। দীর্ঘদিন ধরে একজন ভালো বাঁ হাতি ব্যাটারের খোঁজ করছিল টিম ম্যানেজমেন্ট। তিলক বর্মা ভারতের সেই অভাব পূরণ করতে পারে।

৩) দুর্দান্ত ফর্ম:- আইপিএলে ভালো পারফরমেন্স করার সুবাদে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিলক বর্মা। আইপিএলে তিলক যে ফর্মে ব্যাটিং করেছেন বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও সেই একই ফর্ম বজায় রেখেছেন তিলক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচেই রান পেয়েছেন তিলক।