লাথিস মালিঙ্গার রেকর্ডে ভাগ বসালেন ভারতের বিরুদ্ধে হ্যাটট্রিক করা সাউদি, নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে ইতিহাস তৈরী করলেন

আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল। ম্যাচে ঘটেছে একাধিক রেকর্ড। আজকের ম্যাচ ছিল রোমাঞ্চকর! ৬৫ রানের বড় ব্যবধানের নাটকীয় জয় ভারতীয় দলের। তবে এই ম্যাচ (NZ vs IND t-20 Series) ভারত জিতলেও প্রতিপক্ষের ফাস্ট বোলার টিম সাউদি ইতিহাস গড়েছেন। এই ম্যাচে সাউদি হ্যাটট্রিক করে এক আলাদা নজির গড়েছেন।

India cricket

হ্যাঁ, নিউজিল্যান্ডের হয়ে প্রথম বলার হিসাবে সংক্ষিপ্ত ওভারের খেলায় ২ বার হ্যাট্রিক করলেন সাউদি। এর পাশাপাশি তিনি লাথিস মালিঙ্গার ক্লাবেও জায়গা করে নিয়েছেন তিনি। আসুন জেনে নেওয়া যাক তার আজকের ম্যাচের হ্যাটট্রিক।

 

আসলে ভারতের ইনিংসের শেষ ওভারে এই হ্যাটট্রিকটি করেন টিম সাউথ (Tim Southee Hat trick)। তার ব্যক্তিগত ৩ তম ওভারের ৩নং বলে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে আউট করেন। তিনি বড় শট খেলতে গিয়ে নিশামের হাতে ক্যাচ দিয়ে বসেন। এরপর ৪নং বলে ব্যাট করতে আসেন দীপক হুড্ডা। তিনি প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে ফাগুসনের হাতে ক্যাচ দিয়ে বসে। এরপর ৫নং বলেও ওয়াশিংটন সুন্দর ব্যাট করতে আসলে তাকে প্রথম বলেই প্যাভিলিওনের ফেরান। এটা সাউদির দ্বিতীয়বারের জন্য হ্যাটট্রিক রেকর্ড। এই ছোট ফরম্যাটের জন্য তিনি ২ বার হ্যাট্রিক করে ইতিহাস গড়লেন।

Tim southee

সাউদির এর আগের হ্যাট্রিক :-

২০১০ সালে সাউদি পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথম হ্যাট্রিক করেছিলেন। এদিকে, লাথিস মালিঙ্গাও দুটি হ্যাট্রিকের মালিক আছেন। তার প্রথম হ্যাট্রিক ২০১৬ সালে বাংলাদেশের বিরুদ্ধে এবং তার দ্বিতীয় হ্যাট্রিক ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

 

এই দিন ম্যাচে ভারত প্রথম ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান তোলেন। যেখানে সূর্যকুমারের ৫১ বলে ১১১ রানের ইনিংসটি ছিল আকর্ষণীয় এবং শেষ ওভারে টিম সাউদির হ্যাট্রিক ছিল নজর কাড়ার মত। তিনি ৪ ওভারের ৩৪ রান দিয়ে ৩ টি উইকেট নেনে।