এই মুহূর্তে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড এর কাছে হারার পর নিউজিল্যান্ড সফরে গিয়ে ওয়ানডে সিরিজে হার। এবার বাংলাদেশ এর কাছেও এক ম্যাচ বাকি থাকতে ওয়ানডে সিরিজে হেরে গেল ভারতীয় দল (India Team)। আর ভারতের এই লাগাতার ব্যর্থতা নিয়ে তীব্র অসন্তোষ বিসিসিআই (BCCI)।
বাংলাদেশ সফরে গিয়ে প্রথমে বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত (India)। আর এই ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হাতছাড়া করল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল (India Team)। ভারতের এই হারের পরে তড়িঘড়ি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে বিসিসিআই (BCCI)। সেখানে ডাকা হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড় এবং ভারতের প্রাক্তন অধিনায়ক তথা দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলিকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড এর কাছে দশ উইকেটে লজ্জার হারের পরে ভারতীয় দলের এই তিনজন গুরুত্বপূর্ণ সদস্যকে ডেকে পাঠিয়েছিল বিসিসিআই। তাদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল বোর্ড কর্তাদের কিন্তু সেই সময় বোর্ডের বেশ কয়েকজন সদস্য ব্যস্ত থাকার কারণে বৈঠক হয়নি। তাই এবার বাংলাদেশ সফর থেকে ফিরেই রোহিত, রাহুলদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিসিআই কর্তারা।
বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, ” বিশ্বকাপে হার প্রসঙ্গে বাংলাদেশ সফরের আগেই বৈঠকে বসার কথা ছিল কিন্তু সেই সময় বোর্ডের বেশ কয়েকজন কর্তা ব্যস্ত থাকায় বৈঠক হয়নি। তবে বাংলাদেশের কাছে এই হার কিছুতেই মানতে পারছে না বোর্ড কর্তারা। সেই কারণে বাংলাদেশ সফর থেকে ভারতীয় দল ফিরলেই রোহিত, বিরাটদের সঙ্গে বৈঠকে বসবে বোর্ড।”
২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবার আইসিসি ট্রফি জিতেছিল ভারত। তারপর লাগাতার আইসিসি টুর্নামেন্টে ভারতের ব্যর্থতা। আর এমন পরিস্থিতিতে আগামী বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আসর বসতে চলেছে। আর ঘরের মাঠে এই বিশ্বকাপ নিয়ে এখন থেকেই জোর কদমে পরিকল্পনা তৈরি করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণেই এই গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।