IPL নিলামে নাম দিলেন না দুই বিধ্বংসী খেলোয়াড়, চিন্তিত দলগুলি

আর কয়েকদিন পরই বসতে চলেছে এবারের আইপিএলের (IPL) মিনি নিলাম। ইতিমধ্যে নিজেদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে জমা দিয়েছে প্রত্যেকটি আইপিএল (IPL) ফ্রাঞ্চাইজি। আগামী ২৩শে ডিসেম্বর হতে চলেছে এবারের আইপিএল এর মিনি নিলাম।

এবার আইপিএল (IPL) নিলামের জন্য মোট ৯৯১ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছে। তবে এই ক্রিকেটারদের মধ্যে থেকে বেশ কিছু ক্রিকেটারের নাম বাদ দিয়ে দেবে বিসিসিআই (BCCI)। যেহেতু গত বছর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছে তাই প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি নিজেদের বেশিরভাগ স্লটই ফুল করে ফেলেছে। এই মুহূর্তে দশটি ফ্রাঞ্চাইজি মিলে মোট ৮৭ জন ক্রিকেটারের জায়গা ফাঁকা রয়েছে।

এবার আইপিএল নিলামে নিজেদের নাম রাখেনি এমন দুজন ক্রিকেটার যারা দীর্ঘদিন ধরে আইপিএল খেলছিলেন এবং আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। এবার নিলামে নিজেদের নাম রাখেনি ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেল (Crish Gayel) এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ (Stive Smith)। এই দুজন নিজেদের নাম নিলামে রাখলে তাদেরকে নেওয়ার জন্য বেশ কিছু ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখাত।

ক্রিস গেইল:- দীর্ঘদিন ধরে আইপিএল খেলেছেন ক্রিস গেইল। আইপিএল এর ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত ১৭৫ রানের ইনিংস খেলার রেকর্ড রয়েছে গেইলের নামেই। এই মুহূর্তে বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ করলেও এবার আইপিএলের নিলামে নিজের নাম নথিভুক্ত করেননি গেইল।

স্টিভ স্মিথ:- দীর্ঘদিন ধরে আইপিএল খেলেছেন স্টিভ স্মিথ। আইপিএলে পুনে এবং রাজস্থান রয়েলস দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। গত বছর আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায় প্রাক্তন অধিনায়ক। আর তাই হয়তো এবার মিনি নিলামে তিনি নিজের নাম নথিভুক্ত করেননি।