দলে ফিরছেন দুই তারকা! দেখুন আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত (India) এবং জিম্বাবোয়ে (Zimbabwe)। ইতিমধ্যেই বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জিতে গ্রুপ পর্যায়ে শীর্ষস্থানে রয়েছে ভারত (India)। তবে ভারতের সেমিফাইনাল নিশ্চিত করতে হলে আজকের ম্যাচ জিততেই হবে।

আজ দুপুরে ১ টা বেজে ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামে এই ম্যাচে নামছে ভারত (India)। তবে এই ম্যাচের আগে গ্রুপ পর্বে আরো দুটি ম্যাচ হয়ে যাচ্ছে সেই ম্যাচগুলিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস, অপরদিকে বাংলাদেশ এবং পাকিস্তান। সেই দুটি ম্যাচের ফলাফল জানার পরে আজকের ম্যাচ খেলতে নামছে ভারত। সেই দুটি ম্যাচের ফলাফল জেনে খেলতে নামার ফলে আজ ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) দুটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ ওপেনিং এ দেখা যাবে রোহিত শর্মা এবং কে এল রাহুলকে। গোটা বিশ্বকাপে সে ভাবে ব্যাট হাতে রান পাননি রোহিত শর্মা। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচে রানের খোজে থাকবেন তিনি। অপরদিকে বাংলাদেশ ম্যাচে দুর্দান্ত হাফসেঞ্চুরি করে সমালোচনার জবাব দিয়েছেন কে এল রাহুল।

আজকের ম্যাচে দলে ফিরতে পারেন ঋষভ পন্থ। যেহেতু বিশ্বকাপে এখনো পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি তিনি। তাই আজকের ম্যাচ খেলিয়ে আগামী বড় ম্যাচ গুলির জন্য ঋষভ পন্থ কে তৈরি রাখতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এছাড়াও আজ দলে ফিরতে পারেন যুজবেন্দ্র চাহাল।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে কেমন হতে চলেছে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:-
রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, অর্শদ্বীপ সিং, যুজবেন্দ্র চাহাল।