Viral Video: আল্লাহর কাছে পাকিস্তানি নারী সমর্থকদের দোয়া ব্যর্থ, ভিডিও যা প্রার্থনা করলেন হয়েছে ঠিক তার উল্টো

১৩ই নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২ (T-20 Worldcup 2022 Final) এর ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। শেষমেষ পাকিস্তানকে পরাস্ত করে শিরোপায় হাত রাখেন বাটলার বাহিনী। পাকিস্তান অপ্রত্যাশিতভাবে সেমিফাইনাল কোয়ালিফাই করার পরে যখন ফাইনালে ওঠেন তখন ভক্তদের মনে বিশাল আশা জাগিয়ে ছিল। সমর্থকরা বাবর আজমের দলের উপর অনেক ভরসা রেখেছিল। মনে প্রানে কে না চায় সমর্থনকারী দলই জিতুক। এমনই কিছু পাকিস্তানি নারী সমর্থক আল্লাহর কাছে মনে প্রানে দয়া করেছিলেন, কিন্তু শেষমেষ ব্যার্থ হয়ে একপ্রকার হৃদয় ভেঙেছেন ভক্তদের। আল্লাহর কাছে দয়া করা এমনই কিছু পাকিস্তানি নারী সমর্থকের ভিডিও খুব ভাইরাল (Cricket Viral Video) হচ্ছে।

Pakistan cricket fan

ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাচ শুরুর আগে স্কুল ইউনিফর্ম পড়া কিছু মেয়ে পাকিস্তানের পতাকা হাতে আল্লাহর কাছে মনে প্রানে প্রার্থনা করছে। ভিডিও বলতে দেখা যায় ইংল্যান্ডের ব্যাটসম্যানদের খারাপ পারফরমেন্স এবং পাকিস্তানে ব্যাটসম্যানদের ভালো পারফরমেন্সের কথা। একই সঙ্গে তার সুরে সুর মিলিয়ে অন্য মেয়েরা আমেন বলে দয়া করছে।

 

ভিডিওতে বলেছিলেন, “অ্যালেক্স হেলস ও জস বাটলার কেউ যেমন না চলে। একই সঙ্গে বলেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান যেন ছক্কা লাগায়। তার প্রতিটি সুরে সুর দিয়ে বাকি মেয়েরা ‘আমেন’ বলতে থাকে। শুধু তাই নয় আরও বলেন, পাকিস্তানি বোলাররা যেন উইকেট নেওয়ার হিম্মত পায়। এবং বৃষ্টির জন্য ম্যাচের যেন কোন বিঘ্নতা না ঘটে।”

আমরা আপনাকে বলি, এই দিন ম্যাচে (England Vs Pakistan) পাকিস্তান প্রথমে ব্যাট করে ২০ ওভারের বিনিময়ে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান তোলেন। এই দিন ম্যাচে ছন্দে ছিলেন না বাবর ও রিজিওয়নের কেউই। এখন ব্যাপার হলো ভিডিও পাকিস্তানি নারী সমর্থকরা ঠিক যেমনটি চেয়েছিলেন ম্যাচে হয়েছে ঠিক তার উল্টো। ইংল্যান্ড বোলারের কাছে পাকিস্তানি ব্যাটসম্যানরা একের পর এক পরাস্ত।

England vs Pakistan

জবাবে ব্যাট করতে নেবে ১৩৮ রানের সহজ টার্গেট ১৯ ওভারেই ৫ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেই ইংল্যান্ড। এই ম্যাচে দারুণ ছন্দে দেখা গিয়েছে ইংল্যান্ড বোলার স্যাম কারেন ও অলরাউন্ডার বেন স্টোককে। বলা যেতে পারে এই দুজনের জেরেই ইংল্যান্ড দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি শিরোপা জিতে নিল। আমরা আপনাকে বলি, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল অষ্টম তম আসর। যার মধ্যে ইংল্যান্ড ও পাকিস্তান দুই দলই একবার করে কাপ পেয়েছেন। তাই দুই দলই দ্বিতীয় বার শিরোপা জেতার লক্ষ্যে মরিয়া ছিলেন। কিন্তু শেষ হাসি হাসলো ইংল্যান্ড বাহিনী। এদিকে, ম্যাচ হারে পাকিস্তানি সমর্থকরা হতাশ।