এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian cricket team)। অস্ট্রেলিয়ায় চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেট দল। স্টেডিয়ামের সামনেই একটি হোটেলে রাখা হয়েছে ভারতীয় দলকে। আর এবার সেই হোটেলের বিরাট কোহলির (Virat kohli) সঙ্গে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। যা মেনে নিতে পারছেন না কোহলি নিজেও।
https://www.instagram.com/reel/CkXVWI6g7Ff/?igshid=YmMyMTA2M2Y=
ভারতীয় দল হোটেলে থাকলেও বেশিরভাগ সময় স্টেডিয়ামেই থাকে তারা। তাদের হোটেলের ঘর গুলি ফাঁকাই থাকে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে বিরাট কোহলির (Virat kohli) হোটেলের ব্যক্তিগত রুমে ঢুকে সেই রুমের ভিডিও তুলে সরাসরি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হল।
হোটেলে নিজের ব্যক্তিগত রুমের ভিডিও এভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া মেনে নিতে পারছেন না কোহলি। এ ভাবে এক জন খেলোয়াড়ের গোপনীয়তা নষ্ট হওয়ায় প্রশ্ন তুলেছেন তিনি। এই ঘটনায় কোহলি খুবই বিরক্ত এবং আতঙ্কিত।
ইনস্টাগ্রামে ছড়িয়ে গিয়েছে কোহলি হোটেলের রুমের ২৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ। সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, “কোহলির রুমে কোহলির শোয়ার জন্য যে খাটটি রয়েছে সেটি সম্পূর্ণ সাদা চাদরের আবৃত। খাটের পাশেই মেঝেতে পরপর সারি দিয়ে কোহলির সাত জোড়া জুতো রয়েছে। ঘরের টেবিলে রাখা চশমা, টুপি, ডায়েরি, পেন। একটি তোয়ালের উপর পেপারওয়েট রাখা আছে। টেবিলের এক পাশে রাখা ল্যান্ডফোন। একটি হাতঘড়িও রয়েছে সেখানে। জুতোর পাশে রাখা একটি ট্রলি ব্যাগ। তার মধ্যে জামা-কাপড় রয়েছে। কোহলির ড্রেসিং টেবিলের ভিডিয়োও দেখা যাচ্ছে সেখানে। তার উপর বেশ কয়েকটি প্রসাধনী সামগ্রী রাখা। সঙ্গে দু’টি কাচের গ্লাসও রয়েছে।”
https://www.instagram.com/reel/CkXVWI6g7Ff/?igshid=YmMyMTA2M2Y=
সেই ভিডিওতে দেখা যাচ্ছে অন্তত তিন জন ব্যক্তিগত কোহলির রুমের ভেতর ঢুকে ভিডিওটি করেছেন। তারা সকলেই স্যুট প্যান্ট পড়েছিল অর্থাৎ তারা হোটেল কর্মী। কীভাবে এইভাবে একজন ক্রিকেটারের রুমে ঢুকে তার ভিডিও তুলে তার ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে পারে। এই প্রশ্ন তুলে নিজের ক্ষোভ উপড়ে দিয়েছেন কোহলি নিজেও।