ভারতবর্ষ (India) ক্রিকেট পাগল দেশ। এই দেশে ক্রিকেট ভালবাসেনা এমন মানুষের সংখ্যা খুবই কম। তবে বর্তমান সমাজে ক্রিকেটকে ভালোবাসার পাশাপাশি আর একটি জিনিস ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে সেটা হল ব্যক্তিগত ভালবাসা। অর্থাৎ বর্তমান যুব সমাজের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে জাতীয় দল এর থেকে তারা আইপিএল (Ipl) এবং কোন একজন নির্দিষ্ট ক্রিকেটারকে বেশি ভালোবাসছেন। এবার তারই জেরে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা।
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম দুই সেরা ক্রিকেটার হলেন বিরাট কোহলি (Virat kohli) এবং রোহিত শর্মা (Rohit sharma)। এই দুজনের ভক্ত সারা দেশ জুড়ে ছড়িয়ে আছে। দেশের বাইরে বিদেশেও বিরাট রোহিতদের অনেক ভক্তই রয়েছেন। আর এবার এক ভয়ংকর পরিণতি ঘটালেন বিরাট এবং রোহিতের ভক্ত।
এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল তামিলনাড়ুতে। বিরাট কোহলি বড় ক্রিকেটার নাকি রোহিত শর্মা এই নিয়েই তর্ক বিতর্কের জেরে এবার রোহিত শর্মার ভক্তকে খুন করে ফেললেন বিরাট কোহলির ভক্ত।
জানা গিয়েছে তামিলনাড়ুর বাসিন্দা রোহিত ভক্ত পি ভিগনেশ এবং বিরাট ভক্ত এস ধর্মরাজ দুজনে খুব ভালো বন্ধু ছিল। পি ভিগনেশ রোহিত শর্মা এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর অন্ধ ভক্ত ছিল। অপরদিকে এস ধর্মরাজ ছিল বিরাট কোহলি এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একজন বড় ভক্ত। এই দুই বন্ধু মিলে একটি নির্জন জায়গায় মদ্যপান করছিলেন আর সেই সময় হঠাৎই বিরাট কোহলি বড় ক্রিকেটার নাকি রোহিত শর্মা বড় ক্রিকেটার এই নিয়ে দুজনের মধ্যে তর্ক বাঁধে। যার জেরে রাগের মাথায় রোহিত শর্মার ভক্তকে খুন করে বসে বিরাট কোহলি ভক্ত এস ধর্মরাজ।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই দুই বন্ধু মিলে একটি নির্জন জায়গায় বসে মদ্যপান করেছিলেন। সেই সময় এই দুজনের মধ্যে ক্রিকেট সংক্রান্ত বিষয় নিয়ে তর্ক বাঁধে। সেখান থেকেই রাগের মাথায় পি ভিগনেশ নামক যুবককে ব্যাট দিয়ে মাথায় আঘাত করেন এস ধর্মরাজ। ঘটনাস্থলে মৃত্যু ঘটে পি ভিগনেশের।