বুধবার থেকে শুরু হয়েছে এশিয়া কাপ। অনেক বিতর্কের পর অবশেষে শুরু হয়েছে এশিয়া কাপ। পাকিস্তানের মুলতানে এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নেপাল। এই ম্যাচে দুর্বল কর্তৃপক্ষ নেপালকে ২৩৮ রানের বিরাট ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছে পাকিস্তান। দুর্দান্ত পারফরমেন্স করেছেন পাক অধিনায়ক বাবর আজম।
এশিয়া কাপ খেলতে ইতিমধ্যেই শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে ভারত। ভারত তাদের এশিয়া কাপের প্রত্যেকটি ম্যাচই শ্রীলংকার মাটিতে খেলবে। ভারত এশিয়া কাপ অভিযান শুরু করছে আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে।
এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। সামনেই বিশ্বকাপ রয়েছে আর সেই কারণেই বিশ্বকাপের প্রস্তুতি স্বরূপ এশিয়া কাপ ওয়ানডে ফরমেটে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। বিরাট কোহলি টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে ওয়ানডেতে বিরাটের রেকর্ড যথেষ্ট ভালো। এবার আরো দুটি বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক। চলতি এশিয়া কাপেই বিরাট সেই দুটি রেকর্ড করতে চলেছেন।
এই মুহূর্তে বিরাট কোহলি ওয়ানডে ফরমেটে ৪৬ টি সেঞ্চুরি করেছেন। অপরদিকে ওয়ানডেতে ৪৯ টি সেঞ্চুরি রয়েছে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের অর্থাৎ আর মাত্র তিনটি সেঞ্চুরি করলেই শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙ্গে ওয়ানডে ফরমেটে সব থেকে বেশি সেঞ্চুরির মালিক হবেন বিরাট কোহলি।
https://t.co/0tLILKFYct pic.twitter.com/PgtiA51m0u
— BCCI (@BCCI) August 29, 2023
এই মুহূর্তে ওয়ানডে ফরমেটে বিরাট কোহলি রান ১২৮৯৮ অর্থাৎ আর ১০২ রান করতে পারলেই ওয়ানডে ফরমেটে ১৩০০০ রানের গন্ডি স্পর্শ করে ফেলবেন বিরাট। ওয়ানডে ফরমেটে ১৩০০০ রান করতে শচীন টেন্ডুলকার সময় নিয়েছিলেন ৩২১ টি ইনিংস। এই মুহূর্তে বিরাট ওয়ানডেতে ২৬৬ টি ইনিংস খেলেছেন। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে এশিয়া কাপেই এই রেকর্ডটি নিজের নামে করতে চলেছেন বিরাট কোহলি।