১৫০ রান তুললেই কেল্লাফতে! ওয়েস্ট ইন্ডিজ সফরেই নয়া রেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটে (Cricket) রানের রেকর্ড তুলতে হলে বিরাট কোহলি (Virat Kohli) কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জমিয়ে খেলতে হবে। এই ম্যাচে যদি তিনি ১৫০ রান করেন, তবে তাঁর রান সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর বর্তমান রান ২৫,৩৮৫। তাঁর রান সংখ্যা বাড়লে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় জ্যাক ক্যালিসের রেকর্ডও ভেঙে দেবে। 

আরো পড়ুনঃ অনিল কুম্বলে, শেন ওয়ার্নকে পিছনে ফেলে দ্রুততম বোলার হিসেবে বিশ্বরেকর্ড করলেন অশ্বিন

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্যালিসের আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান রান ২৫,৫৩৪।  ক্রিকেট কিংবদন্তী শচীন তেন্দুলকারের পর তিনিই হবেন দ্বিতীয় ব্যাটসম্যান যিনি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই রেকর্ড গড়তে পারবেন। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটে শচীন ছাড়া সৌরভ গাঙ্গুলিও একজন জনপ্রিয় ক্রিকেটার তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি রান করেছেন ১৮,৫৭৫। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি তিনিও অনেক পিছিয়ে, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর রান ১৭,২৬৬।

Virat Kohli highest run

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থানে আছেন শচীন তেন্দুলকার, তিনি ভারতের হয়ে ৩৪,৩৫৭ রান তুলেছেন। দ্বিতীয় নম্বরে আছেন কুমার সাঙ্গাকারা, তিনি শ্রীলঙ্কার হয়ে ২৮,০১৬ রান তুলেছেন। তৃতীয় নম্বরে আছেন রিকি পন্টিং, তিনি অস্ট্রেলিয়ার হয়ে ২৭,৪৮৩ রান তুলেছেন। চতুর্থ নম্বরে আছেন মাহেলা জয়াবর্ধনে, উনি শ্রীলঙ্কার হয়ে ২৫,৯৫৭ রান তুলেছেন। জ্যাক ক্যালিস আছেন পঞ্চম স্থানে, তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে ২৫,৫৩৪ রান তুলেছেন।

আরো পড়ুনঃ অনবদ্য ম্যাচ স্ট্র্যাটেজি! আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ফের ঝড় তুলবেন টিম ইন্ডিয়ার দুর্দান্ত ক্রিকেটার সূর্যকুমার যাদব

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শচীন তেন্দুলকার, তিনি ১০০টি সেঞ্চুরি করেছেন। দুই নম্বরে আছেন বিরাট কোহলি (Virat Kohli), তিনিও ভারতের হয়ে ৭৫টি সেঞ্চুরি করেছিলেন। এরপরে আছেন রিকি পন্টিং তিনি অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি সেঞ্চুরি করেছেন। কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কার হয়ে ৬৩টি সেঞ্চুরি করেছেন। জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকার হয়ে ৬২টি সেঞ্চুরি করেছেন। সর্বশেষ হাশিম আমলা দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৫টি সেঞ্চুরি করেছেন।